হোম > অপরাধ > ঢাকা

গাজীপুরে ৯ হাজার ইয়াবা জব্দ, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের পূবাইল এলাকা থেকে ৯ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। 

আজ মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (অপরাধ ও মিডিয়া) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। 

গ্রেপ্তাররা হলেন—কক্সবাজার জেলার টেকনাফ থানার সাং-পূর্ব পানখালী (হ্নীলা) এলাকার মৃত দুদু মিয়ার ছেলে মকবুল আহাম্মদ (৫৩), একই এলাকার মৃত আহম্মদ হোসাইনের ছেলে জামিল উদ্দিন (২৭) ও তাঁর স্ত্রী বিলকিস আক্তার মুক্তা (২৫)। তাঁরা পুবাইল ও ঢাকার সাভার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। 

গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (অপরাধ ও মিডিয়া) মো. আসাদুজ্জামান জানান, গত সোমবার রাত ৯টার দিকে পূবাইল থানার তালটিয়া সাকিন এলাকায় রাস্তায় মাদক বিক্রির খবরে অভিযান চালায় ডিবি। এ সময় মকবুলকে ১ হাজার ইয়াবাসহ আটক করা হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করলে জানান ইয়াবা জামিল ও বিলকিসের কাছ থেকে কিনেছেন। 

পুলিশের এই সহকারী কমিশনার আরও জানান, মকবুলের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তালটিয়া সাকিন জামান ফিলিং স্টেশনের সামনে থেকে জামিল ও তাঁর স্ত্রী বিলকিসকে গ্রেপ্তার করা হয়। এ সময় জামিলের কাছ থেকে ৭ হাজার ইয়াবা ও বিলকিসের কাছ থেকে ১ হাজার ইয়াবা জব্দ করা হয়। 

তিনি আরও জানান, গ্রেপ্তাররা সংঘবদ্ধ মাদক কারবারি। তাঁরা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে মাদক দ্রব্য এনে পূবাইল থানা এলাকায় বিক্রি করছিলেন। তাঁদের বিরুদ্ধে পূবাইল থানায় মামলা করা করা হয়েছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট