হোম > অপরাধ > ঢাকা

রাজধানীর তেজগাঁওয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যা 

ঢামেক প্রতিনিধি

রাজধানীর তেজগাঁও এলাকায় মাদক সেবনকে কেন্দ্র করে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন তাঁর বড় ভাই। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে শাহিনবাগ মসজিদ গলির একটি টিনশেড বাসায় এ ঘটনা ঘটে। 

নিহত যুবকের নাম ওলিউল্লাহ রনি (২৯)। আহত হয়েছেন তাঁর বড় ভাই রফিক মিয়া (৩১)। রক্তাক্ত অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে স্বজনেরা তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ইউনুস আলী ফরাজি। তিনি বলেন, ‘নিজেদের টিনশেড বাসায় থাকে রনি ও তাঁর বড় ভাই রফিক। ওই বাসায় রাতে একই এলাকার মোরশেদ (৩৮) নামে এক ব্যক্তি রনিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। দেখতে পেয়ে ছোট ভাইকে বাঁচাতে যান বড় ভাই রফিক। তখন তাঁকেও জখম করে পালিয়ে যান ঘাতক। পরে স্বজনেরা তাঁদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে রনি মারা যান।’ 

এসআই আরও বলেন, ‘মোরশেদ তাঁদের পূর্বপরিচিত এবং মাদকাসক্ত। গত রাতে মাদক সেবনকে কেন্দ্র করে মোরশেদ রনিকে ছুরিকাঘাত করেন। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। রনির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে।’ 

এ দিকে নিহত রনির বড় বোন পারভিন আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘রনি অবিবাহিত। সে মোটরসাইকেলে যাত্রী পরিবহন করত। আবার মাঝে মাঝে গাঁজা সেবন করত।’ 

তিনি আরও বলেন, ‘রাতে ফোনে এ ঘটনা শুনে হাসপাতালে এসে দেখি আমার ভাইয়ের লাশ। আরেক ভাই রফিক হাসপাতালে ভর্তি।’

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রী

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট