হোম > অপরাধ > ঢাকা

রাজধানীর তেজগাঁওয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যা 

ঢামেক প্রতিনিধি

রাজধানীর তেজগাঁও এলাকায় মাদক সেবনকে কেন্দ্র করে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন তাঁর বড় ভাই। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে শাহিনবাগ মসজিদ গলির একটি টিনশেড বাসায় এ ঘটনা ঘটে। 

নিহত যুবকের নাম ওলিউল্লাহ রনি (২৯)। আহত হয়েছেন তাঁর বড় ভাই রফিক মিয়া (৩১)। রক্তাক্ত অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে স্বজনেরা তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ইউনুস আলী ফরাজি। তিনি বলেন, ‘নিজেদের টিনশেড বাসায় থাকে রনি ও তাঁর বড় ভাই রফিক। ওই বাসায় রাতে একই এলাকার মোরশেদ (৩৮) নামে এক ব্যক্তি রনিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। দেখতে পেয়ে ছোট ভাইকে বাঁচাতে যান বড় ভাই রফিক। তখন তাঁকেও জখম করে পালিয়ে যান ঘাতক। পরে স্বজনেরা তাঁদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে রনি মারা যান।’ 

এসআই আরও বলেন, ‘মোরশেদ তাঁদের পূর্বপরিচিত এবং মাদকাসক্ত। গত রাতে মাদক সেবনকে কেন্দ্র করে মোরশেদ রনিকে ছুরিকাঘাত করেন। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। রনির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে।’ 

এ দিকে নিহত রনির বড় বোন পারভিন আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘রনি অবিবাহিত। সে মোটরসাইকেলে যাত্রী পরিবহন করত। আবার মাঝে মাঝে গাঁজা সেবন করত।’ 

তিনি আরও বলেন, ‘রাতে ফোনে এ ঘটনা শুনে হাসপাতালে এসে দেখি আমার ভাইয়ের লাশ। আরেক ভাই রফিক হাসপাতালে ভর্তি।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন