মাওয়ায় ট্রাকসহ চার হাজার কেজি জাটকা জব্দ করেছে নৌ-পুলিশ। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।
গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে জাটকাসহ ট্রাকটি জব্দ করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে ঢাকা–মাওয়া মহাসড়কে অভিযান চালায় নৌপুলিশ। রাত ৩টার দিকে তারা সন্দেহজনক একটি গাড়ি দেখতে পান। এসময় পুলিশকে দেখে চালক গাড়ি থামিয়ে পালিয়ে যান। পরে নৌ পুলিশের দল ২০টি ড্রাম ভর্তি জাটকাসহ ট্রাকটি জব্দ করে।
আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলার এতিমখানা, মাদ্রাসা ও গরীব অসহায়দের মাঝে জাটকাগুলো বিলিয়ে দেওয়া হয়।
মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, জাটকা ইলিশের একটি বড় চালান মাওয়া থেকে বের হবে। এরই ভিত্তিতে অভিযান চালানো হয়। জাটকাগুলো স্থানীয় এতিমখানা, মাদ্রাসাসহ অসহায় গরীব দুঃখিদের মাঝে বিলিয়ে দেওয়া হয়েছে।