হোম > অপরাধ > ঢাকা

শ্রীনগরে পিতার হাতে পুত্র খুনের মামলার ২৪ ঘণ্টায় চার্জশিট

প্রতিনিধি

শ্রীনগর (মুন্সিগঞ্জ): মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলায় পিতার ছুরিকাঘাতে মানসিক ভারসাম্যহীন পুত্র খুনের ঘটনায় পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক পিতাকে গ্রেপ্তার করে চার্জশিট (চার্জশিট নম্বর-১২৯) প্রদান করেছে। আজ মঙ্গলবার (৮ জুন) বিকেলে শ্রীনগর থানা-পুলিশ এই চার্জশিট প্রদান করে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. হেদায়াতুল ইসলাম ভূঁইয়া জানান, মঙ্গলবার ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরপরই ঘাতক বাবাকে একমাত্র আসামি করে পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে চার্জশিট প্রদান করেছে।

জানা যায়, শ্রীনগর থানার গেটের পশ্চিম পাশের মেসার্স ফাহাদ স্টোরের মালিক গিয়াস উদ্দিন (৬০)। গত সোমবার (৭ জুন) বিকেলে তার দোকানে টাকা চাইতে আসে মানসিক ভারসাম্যহীন ছেলে লিমন (২৮)। এ সময় বাবা গিয়াসউদ্দিন ছেলের বায়না পূরণে রাজি না হওয়ায় ছেলে তাকে মারধর শুরু করে। উপায় না দেখে গিয়াস উদ্দিন দোকানের চায়ের আদা-লেবু কাটার চাকু দিয়ে ছেলের বুকে আঘাত করে। এ সময় লিমন মাটিতে লুটিয়ে পরলে তাঁর বাবা ও স্থানীয়রা তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক লিমনকে মৃত ঘোষণা করে। পুলিশ হাসপাতাল থেকে গিয়াস উদ্দিনকে আটক করে। এ ঘটনায় লিমনের মা দেউলভোগ গ্রামের মমতাজ বেগম তার স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, থানা সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জ জেলার মধ্যে কোন হত্যাকাণ্ডের ঘটনায় সর্বপ্রথম দ্রুততম চার্জশিট এটি।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক