হোম > অপরাধ > ঢাকা

শ্রীনগরে পিতার হাতে পুত্র খুনের মামলার ২৪ ঘণ্টায় চার্জশিট

প্রতিনিধি

শ্রীনগর (মুন্সিগঞ্জ): মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলায় পিতার ছুরিকাঘাতে মানসিক ভারসাম্যহীন পুত্র খুনের ঘটনায় পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক পিতাকে গ্রেপ্তার করে চার্জশিট (চার্জশিট নম্বর-১২৯) প্রদান করেছে। আজ মঙ্গলবার (৮ জুন) বিকেলে শ্রীনগর থানা-পুলিশ এই চার্জশিট প্রদান করে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. হেদায়াতুল ইসলাম ভূঁইয়া জানান, মঙ্গলবার ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরপরই ঘাতক বাবাকে একমাত্র আসামি করে পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে চার্জশিট প্রদান করেছে।

জানা যায়, শ্রীনগর থানার গেটের পশ্চিম পাশের মেসার্স ফাহাদ স্টোরের মালিক গিয়াস উদ্দিন (৬০)। গত সোমবার (৭ জুন) বিকেলে তার দোকানে টাকা চাইতে আসে মানসিক ভারসাম্যহীন ছেলে লিমন (২৮)। এ সময় বাবা গিয়াসউদ্দিন ছেলের বায়না পূরণে রাজি না হওয়ায় ছেলে তাকে মারধর শুরু করে। উপায় না দেখে গিয়াস উদ্দিন দোকানের চায়ের আদা-লেবু কাটার চাকু দিয়ে ছেলের বুকে আঘাত করে। এ সময় লিমন মাটিতে লুটিয়ে পরলে তাঁর বাবা ও স্থানীয়রা তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক লিমনকে মৃত ঘোষণা করে। পুলিশ হাসপাতাল থেকে গিয়াস উদ্দিনকে আটক করে। এ ঘটনায় লিমনের মা দেউলভোগ গ্রামের মমতাজ বেগম তার স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, থানা সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জ জেলার মধ্যে কোন হত্যাকাণ্ডের ঘটনায় সর্বপ্রথম দ্রুততম চার্জশিট এটি।

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা