হোম > অপরাধ > ঢাকা

শাহজালাল বিমানবন্দরে প্রায় ২ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী গ্রেপ্তার

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণসহ মানিক মিয়া নামের এক যাত্রীকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বিমানবন্দরের ৬ নম্বর ব্রিজ থেকে গতকাল সোমবার রাত ৯টা ৫ মিনিটের তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারের পর তাঁর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে দুই কেজি ওজনের ২১টি স্বর্ণের বার এবং ৯৮ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়। জব্দকৃত মোট ২ কেজি ৫৪৫ গ্রাম স্বর্ণের বাজার মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। 

এ বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক আহমেদুর রেজা চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে ১ কোটি ৮০ টাকা মূল্যের স্বর্ণের বার ও স্বর্ণালংকারসহ মানিক মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।’ 

আহমেদুর রেজা বলেন, ‘গ্রেপ্তার হওয়া মানিক সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার এরাবিয়ার জি৯ ৫১০ ফ্লাইটে রাত ৯টা ৫ মিনিটে বিমানবন্দরে অবতরণ করেন। পরে বিমানবন্দরের গ্রিন চ্যানেল এনে তাঁর তল্লাশি নেওয়া হয়। এ ছাড়া তাঁর সঙ্গে থাকা ব্যাগ স্ক্যান ও তল্লাশি করে এসব স্বর্ণের বার ও স্বর্ণালংকার জব্দ করা হয়।’ 

এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, ‘এ ঘটনায় বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট