হোম > অপরাধ > ঢাকা

অভিনেত্রী শিমু হত্যায় সরাসরি জড়িত ছিলেন স্বামী ও তাঁর বন্ধু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

অভিনেত্রী রাইমা ইসলাম শিমু হত্যায় সরাসরি জড়িত ছিলেন তাঁর স্বামী শাখাওয়াত আলী নোবেল ও নোবেলের বন্ধু এসএম ফরহাদ। তাঁরা দুজনেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাঁদের জবানবন্দি রেকর্ড করা হয়। 

আজ শুক্রবার কেরানীগঞ্জ মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ দক্ষিণ) মো. হুমায়ূন কবীর এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে হুমায়ূন কবীর জানান, গত ১৭ জানুয়ারি কেরানীগঞ্জের হজরতপুর ব্রিজের কাছে নায়িকা রাইমা ইসলাম শিমুর মরদেহ উদ্ধার করা হয়। এই হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করতে কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশ ও ঢাকা জেলা পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করে। ঘটনাস্থল ও শিমুর বাসা থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করে তথ্য প্রমাণ সংগ্রহ শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় ভিকটিম শিমুর স্বামী নোবেল (৪৮) ও তাঁর বাল্যবন্ধু এসএম ফরহাদকে (৪৭) গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা দুজনেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে গতকাল বৃহস্পতিবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

হুমায়ূন কবির বলেন, ‘তদন্ত এখনো চলমান। এই ঘটনায় আরও কেউ জড়িত কি-না সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রথমে তাঁরা আমাদের জানান, নোবেল খুন করেছেন আর ফরহাদ তাঁকে সহযোগিতা করেছেন। কিন্তু যখন আমরা তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করি তখন ফরহাদও সরাসরি হত্যার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেন। দুজনে মিলেই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন।’ 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির ও কেরানীগঞ্জ মডেল থানার ওসি আবু ছালাম মিয়া প্রমুখ।

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট