হোম > অপরাধ > ঢাকা

নারায়ণগঞ্জ বন্দরে ওয়ার্কশপে ঢুকে হামলা: মালিকের মৃত্যু, বন্ধু সংকটাপন্ন

ঢামেক প্রতিনিধি

নারায়ণগঞ্জ বন্দর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে মিরাজুল ইসলাম জয় (৩০) নামে এক ওয়ার্কশপ মালিককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন তাঁর বন্ধু আল আমিন (২৮)। 

সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যায় বন্দর রুপালি আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। প্রথমে আহত অবস্থায় তাঁদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনেরা। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে মারা যান মিরাজুল। 

হাসপাতালে মিরাজের ছোট ভাই সজিবুল ইসলাম শুভ জানান, এলাকার আয়মান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক মিরাজুল ইসলাম জয়। স্থানীয় চুল্লি রাজু দীর্ঘদিন তাঁর ভাইয়ের দোকান দখল করার চেষ্টা করছেন। মিরাজুলকে ব্যবসা করতে দেবেন না বলে হুমকি দিয়ে আসছেন। এ নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্বের জেরে চুল্লি রাজু, বাবু, পিংকি, নাদিম, মানিক, আকিব হোসেনসহ ৭-৮ জন ধারালো অস্ত্র নিয়ে আজ ইফতারের সময় ওয়ার্কশপের ভেতরে ঢুকে জয় ও তাঁর বন্ধু আল আমিনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে তাঁদের হাসপাতালে নিয়ে এলে মিরাজুল মারা যান। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মিরাজুলের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আল আমিনের অবস্থা আশঙ্কাজনক। 

স্বজনেরা জানান, জয়ের বাবার নাম আজহারুল ইসলাম। বর্তমানে বন্দর সালেহ নগর এলাকাতে থাকেন। এক ছেলের জনক ছিলেন জয়। 

আর আল আমানিরে বাবার নাম জাবেদ মিয়া। থাকেন একই এলাকায় বন্দর ঘাটে। অটোরিকশার লাইনম্যানের কাজ করেন আল আমিন।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক