হোম > অপরাধ > ঢাকা

সেই ইবি শিক্ষার্থীকে বেগম রোকেয়া-সুফিয়ার উত্তরসূরি বললেন ছাত্রলীগ সভাপতি

ঢাবি প্রতিনিধি

নির্যাতনের শিকার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী ফুলপরী খাতুনকে ‘ছাত্রলীগের প্রতিবাদের নাম’ বলে আখ্যা দিয়েছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। 

আজ রোববার দুপুরে ছাত্রলীগ আয়োজিত ‘অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অ্যাগেইনস্ট র‍্যাগিং অ্যান্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইন ক্যাম্পাস’ কর্মসূচির পদযাত্রা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। 

ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন। 

সাদ্দাম হোসেন বলেন, ‘ফুলপরী ছাত্রলীগের প্রতিবাদের নাম, ফুলপরী ন্যায়বিচারের প্রতীকের নাম। আজকে যে র‍্যাগিংবিরোধী, যৌন হয়রানিবিরোধী আন্দোলনের সূচনা হয়েছে, এর প্রতীক হলেন ফুলপরী। ইসলামী বিশ্ববিদ্যালয়ে যে মর্মন্তুদ ঘটনা ঘটেছে, এটি ছাত্রসমাজের হৃদয়ে ছুঁয়েছে। এ ঘটনা শুনে আমরা বেদনায় নীলকণ্ঠ হয়েছি। ফুলপুরী একজন প্রথম বর্ষের শিক্ষার্থী। সে সাহসিকতা দেখিয়েছে, ন্যায়বিচারের জন্য লড়াই করার অদম্য স্পৃহা দেখিয়েছে। ফুলপরী সত্যিকারার্থে বেগম রোকেয়া-সুফিয়ার উত্তরসূরি।’ 

ছাত্রলীগের পক্ষ থেকে ফুলপরীকে অভিবাদন ও স্যালুট জানিয়ে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম বলেন, ‘ফুলপরী জানে, অনুপ্রেরণা গ্রহণ করতে পারে। বুলেট-গ্রেনেড অতিক্রম করে একজন নারী প্রধানমন্ত্রী হয়ে মানুষের জন্য যদি ন্যায়বিচার নিশ্চিত করতে পারেন, যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করতে পারেন, জাতির পিতার হত্যাকারীদের বিচার করতে পারেন এবং জনগণের জন্য অসাধারণ রাজনৈতিক অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে পারেন, তাহলে বাংলাদেশের একজন মেয়ে সমস্ত সামাজিক রক্ষণশীলতা, সমস্ত ধর্মীয় গোঁড়ামি, দায়সারা রাজনৈতিক বক্তব্যকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিবাদ করতে জানে।’ 

সাদ্দাম আরও বলেন, ‘যৌন হয়রানি কিংবা র‍্যাগিং বাংলাদেশের ছাত্ররাজনীতির সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল না, আমরা সব সময় ট্যাবু বলেছি। আমরা বলেছি, এটি ছাত্ররাজনীতির আওতার বাইরের বিষয়। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে একজন ছেলে বা মেয়ে আসছে, তাঁকে শারীরিক নিপীড়ন করা, আত্মমর্যাদা হানি করা, উপহাস করা, তাঁর সঙ্গে কৌতুক করা কিংবা শারীরিক লাঞ্ছনা করা—এটি র‍্যাগিং বলে বৈধতা, নমনীয়তা দেওয়ার চেষ্টা করা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কারণে ভুক্তভোগী হয়, ব্যক্তিত্ব বিকাশের সহায়ক পরিবেশ বিঘ্নিত হয়, স্বপ্ন নিয়ে মফস্বল, মেট্রোপলিটন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে, তাদের স্বপ্নগুলো বিঘ্নিত হয়। 

‘র‍্যাগিং ক্রিমিনাল অফেনস্, ফৌজদারি অপরাধ। এটি যেমন বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিরোধী অপরাধ, একই সঙ্গে এটি শাস্তিযোগ্য অপরাধ—বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমরা সচেতনতার বার্তা দিতে চাই। যে ঘটনাগুলো ঘটছে, এটির পেছনে সবারই দায় রয়েছে, ছাত্ররাজনীতির দায় রয়েছে, ছাত্রসংগঠন, বিশ্ববিদ্যালয়, কলেজ ও হল প্রশাসনের দায় রয়েছে। প্রত্যাশিত মাত্রায় সচেতনতা নেই বলে এই ঘটনাগুলো বারবার ঘটছে। বাংলাদেশ ছাত্রলীগ যে বিষয় নিয়ে আন্দোলনের সূচনা করেছে, যে শুভসূচনা আমরা করেছি—এটি শেষ করার সক্ষমতা বাংলাদেশ ছাত্রলীগ রাখে। কথা দিয়ে কথার ফুলঝুরি ছোটানো ছাত্রলীগের কাজ নয়, একমাত্র লক্ষ্য নয়। আমরা সমস্যাকে মোকাবিলা করতে জানি, সমস্যা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মুক্তি দিতে জানি।’ 

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন বলেন, ‘হাইকোর্ট থেকে নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যান্টি হ্যারাসমেন্ট, র‍্যাগিং সেল গঠন করতে হবে। আমরা বলতে চাই, শিক্ষাপ্রতিষ্ঠানে যে প্রশাসন রয়েছে, আপনারা অ্যান্টি হ্যারাসমেন্ট সেল ও র‍্যাগিং সেল গঠন করুন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অধিভুক্ত যেসব প্রতিষ্ঠান রয়েছে, তাদের প্রশাসনের প্রতি আলটিমেটাম দিতে চাই, আপনারা অতি দ্রুত অ্যান্টি হ্যারাসমেন্ট সেল ও অ্যান্টি র‍্যাগিং সেল গঠন করুন। যদি এটি করা না হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এর পরিপ্রেক্ষিতে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।’

সমাবেশে ছাত্রলীগের সদ্য সাবেক কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। 

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১