হোম > অপরাধ > ঢাকা

সালথায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি। 

ফরিদপুরের সালথায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে আরিফ খান (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে। এর আগে গতকাল সকালে ওই মাদ্রাসাছাত্রীর মা বাদী হয়ে সালথা থানায় একটি ধর্ষণ মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদিক।

এ নিয়ে ওসি শেখ সাদিক বলেন, ‘বিষয়টি জানার পর মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করে থানায় আনা হয়। পরে বিস্তারিত জেনে তাঁকে ডাক্তারি পরীক্ষা করা হয় এবং এতে ধর্ষণের আলামত পাওয়া যায়। এরপর ওই ছাত্রীর মা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা করেছেন। মামলার পরই প্রধান অভিযুক্ত আরিফকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এ নিয়ে ওই মাদ্রাসাছাত্রী বলেন, ‘গত সোমবার (১৩ মার্চ) সন্ধ্যায় এক বন্ধুর সঙ্গে বাড়ির পাশে গল্প করছিলাম। এ সময় আরিফসহ তাঁর দুই সহযোগী মারুফ মাতুব্বর (২১) ও ইমন মাতুব্বর (২২) আমার বন্ধুকে মারধর করে তাড়িয়ে দেন। পরে আমাকে ধরে স্থানীয় একটি মাঠের গম খেতের আইলে নিয়ে ধর্ষণ করেন আরিফ খান। এ সময় মারুফ আর ইমন পাহারা দেন। একপর্যায়ে চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসে এবং তারা পালিয়ে যায়। বিষয়টি পরিবারকে জানালে আমার মা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করেন।’

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে