হোম > অপরাধ > ঢাকা

সালথায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি। 

ফরিদপুরের সালথায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে আরিফ খান (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে। এর আগে গতকাল সকালে ওই মাদ্রাসাছাত্রীর মা বাদী হয়ে সালথা থানায় একটি ধর্ষণ মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদিক।

এ নিয়ে ওসি শেখ সাদিক বলেন, ‘বিষয়টি জানার পর মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করে থানায় আনা হয়। পরে বিস্তারিত জেনে তাঁকে ডাক্তারি পরীক্ষা করা হয় এবং এতে ধর্ষণের আলামত পাওয়া যায়। এরপর ওই ছাত্রীর মা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা করেছেন। মামলার পরই প্রধান অভিযুক্ত আরিফকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এ নিয়ে ওই মাদ্রাসাছাত্রী বলেন, ‘গত সোমবার (১৩ মার্চ) সন্ধ্যায় এক বন্ধুর সঙ্গে বাড়ির পাশে গল্প করছিলাম। এ সময় আরিফসহ তাঁর দুই সহযোগী মারুফ মাতুব্বর (২১) ও ইমন মাতুব্বর (২২) আমার বন্ধুকে মারধর করে তাড়িয়ে দেন। পরে আমাকে ধরে স্থানীয় একটি মাঠের গম খেতের আইলে নিয়ে ধর্ষণ করেন আরিফ খান। এ সময় মারুফ আর ইমন পাহারা দেন। একপর্যায়ে চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসে এবং তারা পালিয়ে যায়। বিষয়টি পরিবারকে জানালে আমার মা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করেন।’

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল