হোম > অপরাধ > ঢাকা

করোনা রোগীর আত্মহত্যা, লাশ নিচ্ছে না পরিবার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা : রাজধানীর মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন আসিফ ইকবাল সনি (৫০) নামের এক করোনা রোগী। শুক্রবার (১৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আসিফ রাজধানীর নিউ ইস্কাটনে থাকতেন। তিনি হাসপাতালের কোভিড বিভাগে একটি কেবিনে চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতালের একজন স্টাফ জানান, শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় কোন এক ফাঁকে ১১ তলা থেকে লাফ দেন আসিফ। আত্মহত্যার আগে একটি চিরকুটে তিনি লিখে যান, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার মৃত্যুর পর মরদেহ যেন ইসলামী শরীয়ত অনুযায়ী দাফন করা হয়।’

ওই স্টাফ আরও জানান, চিরকুটে আসিফের স্বজনদের কয়েকজনের মোবাইল নম্বর পাওয়া গেছে। তবে যোগাযোগ করা হলেও কেউ মরদেহ নিতে আসেননি। পরে লাশটি পুলিশ হেফাজতে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

স্বজনদের বরাত দিয়ে হাসপাতাল সূত্রে জানা গেছে, আসিফ মানসিকভাবে খুব বিপর্যস্ত ছিলেন। স্বজনদের বেশীরভাগই আমেরিকায় বাস করেন। গত ৯ এপ্রিল তিনি করোনায় আক্রান্ত হলে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হন। তখন কিছু স্বজন তাকে রেখে গেলেও পরবর্তীতে আর খোঁজ নেননি।

শনিবার (১৭ এপ্রিল) মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. অশিন কুমার নাথ আজকের পত্রিকাকে বলেন, আসিফের মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ নিয়ে গেছে। আমরা তাঁর স্বজনদের সাথে যোগাযোগ করেছি, তারা কেউই লাশ নিতে রাজি নন।

এদিকে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রলয় কুমার সাহা গণমাধ্যমকে বলেন, লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। কেন তিনি আত্মহত্যা করেছেন তা জানার চেষ্টা চলছে।

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ