হোম > অপরাধ > ঢাকা

করোনা রোগীর আত্মহত্যা, লাশ নিচ্ছে না পরিবার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা : রাজধানীর মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন আসিফ ইকবাল সনি (৫০) নামের এক করোনা রোগী। শুক্রবার (১৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আসিফ রাজধানীর নিউ ইস্কাটনে থাকতেন। তিনি হাসপাতালের কোভিড বিভাগে একটি কেবিনে চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতালের একজন স্টাফ জানান, শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় কোন এক ফাঁকে ১১ তলা থেকে লাফ দেন আসিফ। আত্মহত্যার আগে একটি চিরকুটে তিনি লিখে যান, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার মৃত্যুর পর মরদেহ যেন ইসলামী শরীয়ত অনুযায়ী দাফন করা হয়।’

ওই স্টাফ আরও জানান, চিরকুটে আসিফের স্বজনদের কয়েকজনের মোবাইল নম্বর পাওয়া গেছে। তবে যোগাযোগ করা হলেও কেউ মরদেহ নিতে আসেননি। পরে লাশটি পুলিশ হেফাজতে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

স্বজনদের বরাত দিয়ে হাসপাতাল সূত্রে জানা গেছে, আসিফ মানসিকভাবে খুব বিপর্যস্ত ছিলেন। স্বজনদের বেশীরভাগই আমেরিকায় বাস করেন। গত ৯ এপ্রিল তিনি করোনায় আক্রান্ত হলে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হন। তখন কিছু স্বজন তাকে রেখে গেলেও পরবর্তীতে আর খোঁজ নেননি।

শনিবার (১৭ এপ্রিল) মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. অশিন কুমার নাথ আজকের পত্রিকাকে বলেন, আসিফের মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ নিয়ে গেছে। আমরা তাঁর স্বজনদের সাথে যোগাযোগ করেছি, তারা কেউই লাশ নিতে রাজি নন।

এদিকে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রলয় কুমার সাহা গণমাধ্যমকে বলেন, লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। কেন তিনি আত্মহত্যা করেছেন তা জানার চেষ্টা চলছে।

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ