হোম > অপরাধ > ঢাকা

সোহরাওয়ার্দী উদ্যানে ভিখারিণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

ঢামেক প্রতিবেদক

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে (৬৫) বছরের এক নারী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই নারীকে আজ সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বলেন, ওই নারী গত শনিবার রাতের কোনো এক সময় কালীমন্দির এলাকায় ধর্ষণের শিকার হয়েছেন। রোববার দুপুরে এলাকার কিছু লোক, শিক্ষার্থী ও কিছু সংবাদকর্মীর মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। তাঁদের সহায়তায় তাঁকে ঢাকা মেডিকেলের গাইনি ওয়ার্ড ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে আজ সকালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

ওই নারীর বরাত দিয়ে এসআই আরও জানান, তাঁর বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায়। ঘটনার দুদিন আগে এক নারীর সঙ্গে ঢাকায় আসে ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে। চারুকলা ইনস্টিটিউটের সামনে ছবিরহাটের দিকেই ছিলেন। শনিবার রাতে ভিক্ষাবৃত্তির জন্য কালীমন্দির এলাকায় যান। সেখানে কয়েকজন তাঁকে মারধর ও ধর্ষণ করে। পরের দিন স্থানীয় কিছু লোক দেখতে পেয়ে শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের খবর দেয়। তাদের সহায়তায় তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। তবে এখন পর্যন্ত ওই নারীর কোনো আত্মীয়–স্বজন পাওয়া যায়নি। দুজন নারী কনস্টেবল তাঁর দেখভাল করছেন।

ওই নারীর পরীক্ষার রিপোর্ট আসার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসআই জাহাঙ্গীর।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট