হোম > অপরাধ > ঢাকা

সোহরাওয়ার্দী উদ্যানে ভিখারিণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

ঢামেক প্রতিবেদক

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে (৬৫) বছরের এক নারী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই নারীকে আজ সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বলেন, ওই নারী গত শনিবার রাতের কোনো এক সময় কালীমন্দির এলাকায় ধর্ষণের শিকার হয়েছেন। রোববার দুপুরে এলাকার কিছু লোক, শিক্ষার্থী ও কিছু সংবাদকর্মীর মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। তাঁদের সহায়তায় তাঁকে ঢাকা মেডিকেলের গাইনি ওয়ার্ড ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে আজ সকালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

ওই নারীর বরাত দিয়ে এসআই আরও জানান, তাঁর বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায়। ঘটনার দুদিন আগে এক নারীর সঙ্গে ঢাকায় আসে ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে। চারুকলা ইনস্টিটিউটের সামনে ছবিরহাটের দিকেই ছিলেন। শনিবার রাতে ভিক্ষাবৃত্তির জন্য কালীমন্দির এলাকায় যান। সেখানে কয়েকজন তাঁকে মারধর ও ধর্ষণ করে। পরের দিন স্থানীয় কিছু লোক দেখতে পেয়ে শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের খবর দেয়। তাদের সহায়তায় তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। তবে এখন পর্যন্ত ওই নারীর কোনো আত্মীয়–স্বজন পাওয়া যায়নি। দুজন নারী কনস্টেবল তাঁর দেখভাল করছেন।

ওই নারীর পরীক্ষার রিপোর্ট আসার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসআই জাহাঙ্গীর।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির