হোম > অপরাধ > ঢাকা

সোহরাওয়ার্দী উদ্যানে ভিখারিণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

ঢামেক প্রতিবেদক

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে (৬৫) বছরের এক নারী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই নারীকে আজ সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বলেন, ওই নারী গত শনিবার রাতের কোনো এক সময় কালীমন্দির এলাকায় ধর্ষণের শিকার হয়েছেন। রোববার দুপুরে এলাকার কিছু লোক, শিক্ষার্থী ও কিছু সংবাদকর্মীর মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। তাঁদের সহায়তায় তাঁকে ঢাকা মেডিকেলের গাইনি ওয়ার্ড ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে আজ সকালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

ওই নারীর বরাত দিয়ে এসআই আরও জানান, তাঁর বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায়। ঘটনার দুদিন আগে এক নারীর সঙ্গে ঢাকায় আসে ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে। চারুকলা ইনস্টিটিউটের সামনে ছবিরহাটের দিকেই ছিলেন। শনিবার রাতে ভিক্ষাবৃত্তির জন্য কালীমন্দির এলাকায় যান। সেখানে কয়েকজন তাঁকে মারধর ও ধর্ষণ করে। পরের দিন স্থানীয় কিছু লোক দেখতে পেয়ে শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের খবর দেয়। তাদের সহায়তায় তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। তবে এখন পর্যন্ত ওই নারীর কোনো আত্মীয়–স্বজন পাওয়া যায়নি। দুজন নারী কনস্টেবল তাঁর দেখভাল করছেন।

ওই নারীর পরীক্ষার রিপোর্ট আসার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসআই জাহাঙ্গীর।

হত্যা মামলায় সুব্রত বাইনের মেয়ে কারাগারে

মির্জাপুরে যুবলীগ নেতা ফেরদৌস গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ীতে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

ফয়সালের সঙ্গে ইনকিলাব কালচারাল সেন্টারে গেছি, এতটুকুই—আদালতে কবির

আমাদের নিরাপত্তা নিজেদেরকেই নিশ্চিত করতে হবে: নাহিদ ইসলাম​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​

হাদিকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

বিজয় দিবসে রাজাকারদের ছবিতে জুতা নিক্ষেপ করলেন জবি শিক্ষার্থীরা

জুলাই রেবেলসের দুজনকে কুপিয়ে আহতের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী আলতাফসহ গ্রেপ্তার ৩

বিজয় দিবসে ১০০ নৌকা নিয়ে জবি শিবিরের নৌ র‍্যালি

সিঙ্গাপুরে হাদির অবস্থার অবনতির পর স্থিতিশীল: ইনকিলাব মঞ্চ