হোম > অপরাধ > ঢাকা

সেনাসদস্য হিসেবে ভুয়া পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের গোপালপুরে সেনাসদস্য হিসেবে ভুয়া পরিচয়ে প্রতারণা করার অভিযোগে মো. খায়রুল ইসলাম (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মোহনপুর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন। তিনি বলেন, ‘সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে ভুয়া পরিচয় দেওয়ার অভিযোগে স্থানীয় লোকজনের হাতে আটক হওয়া খায়রুলকে উদ্ধার করে থানায় আনা হয়। পরে জানা যায়, তাঁর বিরুদ্ধে ময়মনসিংহের বিভিন্ন থানায় ১০ প্রতারণার মামলা রয়েছে।’ 

ওসি জানান, খায়রুল জেলার ভূঞাপুর উপজেলার বাহাদীপুর স্লুইসগেট এলাকার বাসিন্দা। তাঁর কাছ থেকে সেনাবাহিনীর ভুয়া আইডি কার্ড, তিনটি আইডি কার্ডের কভার, কিছু কাগজপত্র, বিভিন্ন সেনা সদস্যের ছবি, সেনাবাহিনীর পোশাকের রঙে দুটি মানিব্যাগ, দুটি গেঞ্জি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। 

গোপালপুর উপজেলার হাজরাবাড়ী গ্রামের আল আমিন নামের এক ভুক্তভোগীসহ স্থানীয় লোকজন জানান, তিন বছর আগে আল আমিনকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ময়মনসিংহ নিয়ে কৌশলে মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান খায়রুল। আজ বিকেলে মোহনপুর বাজারে তাঁর সঙ্গে আল আমিনের দেখা হলে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি করেন তাঁরা। এ সময় স্থানীয় লোকজন খায়রুলকে আটক করে থানায় খবর দিলে পুলিশ এসে তাঁর আইডি কার্ডের তথ্য যাচাই-বাছাই শেষে ভুয়া হিসেবে প্রমাণ পাওয়ায় তাঁকে আটক করে পুলিশ। 

মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম লাভলু মাস্টার বলেন, ‘আটক খায়রুল বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ভুয়া পরিচয় দিয়ে বিভিন্নভাবে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে থানা-পুলিশের কাছে তাঁকে সোপর্দ করা হয়।’

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ