হোম > অপরাধ > ঢাকা

সেনাসদস্য হিসেবে ভুয়া পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের গোপালপুরে সেনাসদস্য হিসেবে ভুয়া পরিচয়ে প্রতারণা করার অভিযোগে মো. খায়রুল ইসলাম (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মোহনপুর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন। তিনি বলেন, ‘সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে ভুয়া পরিচয় দেওয়ার অভিযোগে স্থানীয় লোকজনের হাতে আটক হওয়া খায়রুলকে উদ্ধার করে থানায় আনা হয়। পরে জানা যায়, তাঁর বিরুদ্ধে ময়মনসিংহের বিভিন্ন থানায় ১০ প্রতারণার মামলা রয়েছে।’ 

ওসি জানান, খায়রুল জেলার ভূঞাপুর উপজেলার বাহাদীপুর স্লুইসগেট এলাকার বাসিন্দা। তাঁর কাছ থেকে সেনাবাহিনীর ভুয়া আইডি কার্ড, তিনটি আইডি কার্ডের কভার, কিছু কাগজপত্র, বিভিন্ন সেনা সদস্যের ছবি, সেনাবাহিনীর পোশাকের রঙে দুটি মানিব্যাগ, দুটি গেঞ্জি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। 

গোপালপুর উপজেলার হাজরাবাড়ী গ্রামের আল আমিন নামের এক ভুক্তভোগীসহ স্থানীয় লোকজন জানান, তিন বছর আগে আল আমিনকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ময়মনসিংহ নিয়ে কৌশলে মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান খায়রুল। আজ বিকেলে মোহনপুর বাজারে তাঁর সঙ্গে আল আমিনের দেখা হলে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি করেন তাঁরা। এ সময় স্থানীয় লোকজন খায়রুলকে আটক করে থানায় খবর দিলে পুলিশ এসে তাঁর আইডি কার্ডের তথ্য যাচাই-বাছাই শেষে ভুয়া হিসেবে প্রমাণ পাওয়ায় তাঁকে আটক করে পুলিশ। 

মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম লাভলু মাস্টার বলেন, ‘আটক খায়রুল বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ভুয়া পরিচয় দিয়ে বিভিন্নভাবে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে থানা-পুলিশের কাছে তাঁকে সোপর্দ করা হয়।’

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়