হোম > অপরাধ > ঢাকা

অনাকাঙ্ক্ষিত ঘটনা বন্ধে সামাজিক সচেতনতা প্রয়োজন: সিআইডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফ্রি-ফায়ার, পাবজি খেলা ও অ্যাকাউন্ট হ্যাকিং নিয়ে বিরোধের জেরে দুই বন্ধুর মধ্যে খুনোখুনির ঘটনা ঘটেছে। গত ২৭ জুলাই রাতে মাগুরা সদর থানার বেরইল পলিতা দক্ষিণপাড়া গ্রামের বন্ধু গোলাম রসুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে সজিব মিয়া। ঘটনার পর আত্মগোপনে থাকা সজীব মিয়াকে গত ১৮ আগস্ট নরসিংদী সদর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে সিআইডি। এ ঘটনায় আজ মঙ্গলবার সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন করেন সিআইডি।

সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, এসব ঘটনা বন্ধে সামাজিক সচেতনতা প্রয়োজন। বিশেষ করে অভিভাবকেরা তাঁদের সন্তানদের দিকে খেয়াল রাখা উচিত। যেন তাঁরা ক্ষতিকর এসব গেমসে আসক্ত হয়ে না পড়ে।

এদিকে ভয়াবহতা আগেই বুঝতে পেরে সামাজিক অবক্ষয় থেকে শিশু-কিশোর-তরুণদের রক্ষা করতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশে পাবজি, ফ্রিফায়ারের মতো অনলাইন গেমস ও অ্যাপস বন্ধ রাখতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ঘটনার বর্ণনায় সিআইডির এই কর্মকর্তা বলেন, ফ্রি-ফায়ার, পাবজি খেলা ও অ্যাকাউন্ট হ্যাকিং নিয়ে অভিযুক্ত কিশোর মাগুরা সদরের বেরইল পলিতা দক্ষিণপাড়া গ্রামের সজিব মিয়ার সঙ্গে কাজী গোলাম রসুলের বিরোধ তৈরি হয়। ওই বিরোধের জেরে নবম শ্রেণির রসুলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় সজিব। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মাগুরা সদর থানায় হত্যা মামলা করা হয়। ঘটনাটি সিআইডির দৃষ্টিগোচর হলে এলআইসি শাখা থেকে প্রাপ্ত তথ্যাদি যাচাই-বাছাই করে আত্মগোপনে থাকা সজীব মিয়াকে গ্রেপ্তার করা হয়।

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত