হোম > অপরাধ > ঢাকা

পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে (১৮) ধর্ষণের চেষ্টার অভিযোগে শ্বশুর মো. কামাল হোসেন খন্দকারকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১২টায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

আজ রোববার দুপুরে ভুক্তভোগীর দায়ের করা মামলায় অভিযুক্ত শ্বশুর কামাল হোসেন খন্দকার ওরফে গ্যাস কামালকে আদালতে পাঠায় পুলিশ। এর আগে এ ঘটনায় ভুক্তভোগী পুত্রবধূ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। 

এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত শ্বশুর প্রায়ই তাঁর পুত্রবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। তাঁর প্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্ত শ্বশুর ভুক্তভোগীকে প্রায়ই ভয়ভীতি দেখাতেন। গত ২৪ মার্চ বিকেল ৪টায় কামাল তাঁর ছেলে ও ভুক্তভোগীর স্বামীকে দোকান থেকে কয়েল আনার জন্য পাঠান। এরপর কামাল ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই গৃহবধূ চিৎকার শুনে বাড়ির অন্য সদস্যরা চলে এলে তাঁকে ছেড়ে দেন কামাল। 

ঘটনার বিষয়ে থানায় গিয়ে অভিযোগ দিলে উপপরিদর্শক (এসআই) শওকত জামিল শনিবার রাতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে জানান। 

জানা যায়, গ্রেপ্তার কামাল হোসেন খন্দকার ওরফে গ্যাস কামাল সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তিনি দলীয় প্রভাব খাটিয়ে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমান বলেন, ‘কামাল আমার কোনো ঘনিষ্ঠ সহযোগী না। ও আওয়ামী লীগ করে, কোনো নেতা না, আওয়ামী লীগের একজন কর্মী। দলের কোনো পদ-পদবি কিছু নাই। আমার নাম বিক্রি করে কি না, তা-ও আমি জানি না। কি করে না করে আমার জানার দরকার না।’

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান পিপিএম বার জানান, গ্রেপ্তার কামাল হোসেন খন্দকারের ছেলে আব্দুল আজিজ জুয়েল কিছুটা বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় প্রায়ই তাঁর পুত্রবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন কামাল। পরে ভুক্তভোগীর অভিযোগ পেয়ে অভিযুক্ত ব্যক্তিকে শনিবার রাতেই গ্রেপ্তার করা হয়।

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি