হোম > অপরাধ > ঢাকা

আইনজীবীর স্বাক্ষর জাল করে জামিন জালিয়াতি, হাইকোর্টের আদেশ রোববার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হত্যা মামলার চার আসামির আইনজীবীর স্বাক্ষর জাল করে জামিন জালিয়াতির ঘটনা ধরা পড়েছে হাইকোর্টে। এ বিষয়ে আদেশের জন্য আগামী রোববার (১১ জুন) দিন ধার্য করেছেন আদালত। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 

খুনের ঘটনায় চলতি বছরের ২৮ মার্চ সুনামগঞ্জ থানায় দায়ের করা মামলায় আসামি করা হয় আয়নুল হোসেন, আনোয়ার হোসেন, নায়েব আলী ও আম্বিয়া খাতুনকে। তাঁরা গত ৬ এপ্রিল হাইকোর্টের একটি বেঞ্চ থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন। পরে আত্মসমর্পণ না করে এবং তথ্য গোপন করে গত ২২ মে অপর একটি বেঞ্চ থেকে আবারও ছয় সপ্তাহের আগাম জামিন নেন আসামিরা। 

এদিকে বিষয়টি জানতে পেরে গত ৫ জুন তা বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চের নজরে আনেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া। গত ৭ জুন এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য ছিল। ওই দিন আগাম জামিন আবেদনকারীদের আইনজীবী হাজির হয়ে বলেন, তাঁর সাক্ষর জাল করে আবেদন করা হয়েছে এবং তিনি এই মামলা ফাইল এবং শুনানি করেননি। 

এই মামলার ওকালতনামায় ওই আইনজীবীর নাম ছাড়া আরও তিন আইনজীবীর নাম উল্লেখ রয়েছে। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে শুনানি শেষে আগামী রোববার আদেশের জন্য দিন ধার্য করেন হাইকোর্ট।

হত্যা মামলায় সুব্রত বাইনের মেয়ে কারাগারে

মির্জাপুরে যুবলীগ নেতা ফেরদৌস গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ীতে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

ফয়সালের সঙ্গে ইনকিলাব কালচারাল সেন্টারে গেছি, এতটুকুই—আদালতে কবির

আমাদের নিরাপত্তা নিজেদেরকেই নিশ্চিত করতে হবে: নাহিদ ইসলাম​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​

হাদিকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

বিজয় দিবসে রাজাকারদের ছবিতে জুতা নিক্ষেপ করলেন জবি শিক্ষার্থীরা

জুলাই রেবেলসের দুজনকে কুপিয়ে আহতের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী আলতাফসহ গ্রেপ্তার ৩

বিজয় দিবসে ১০০ নৌকা নিয়ে জবি শিবিরের নৌ র‍্যালি

সিঙ্গাপুরে হাদির অবস্থার অবনতির পর স্থিতিশীল: ইনকিলাব মঞ্চ