হোম > অপরাধ > ঢাকা

স্ত্রীকে বেঁধে রেখে যুবকের আত্মহত্যার অভিযোগ

ঢামেক প্রতিনিধি

রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুরে একটি বাসায় খন্দকার আশিকুর রহমান (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আত্মহত্যার আগে তাঁর হাত-পা বেঁধে এরপর গলায় ফাঁস নেন বলে দাবি করেছেন স্ত্রী তানজিলা আক্তার মারিয়া।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে কাটাসুর ২ নম্বর গলির ৯৩/১ নম্বর বাসার নিচতলায় এ ঘটনা ঘটে। ঘটনার পর প্রতিবেশী ভাড়াটিয়ারা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ৩টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

আশিকুর ঝালকাঠি সদর উপজেলার দিবাকরকাঠি গ্রামের খন্দকার এনায়েত হোসেনের ছেলে। রাজধানীতে মোটরসাইকেল রাইড শেয়ারিং করতেন তিনি।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন জানান, তানজিলা আক্তার মারিয়ার সঙ্গে আশিকুরের প্রেমের সম্পর্ক ছিল। পাঁচ মাস আগে তাঁরা বিয়ে করেন। এরপর থেকে ওই বাসায় ভাড়া থাকতেন। মারিয়া বনানীতে একটি কুরিয়ার সার্ভিস কোম্পানিতে চাকরি করেন।

এসআই আরও জানান, স্ত্রী মারিয়া দাবি করছেন, পারিবারিক কলহের কারণে গত রাতে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ঘরের ভেতরে আশিকুর স্ত্রীর হাত-পা রশি দিয়ে এবং মুখ বালিশের কভার দিয়ে বাঁধেন। এরপর নিজেই ফ্যানের সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস দেন। পরে কৌশলে মারিয়া নিজের হাত-পায়ের বাঁধন খুলে ফেলে আশিকুরকে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামান। তাঁর কান্নাকাটির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। প্রতিবেশীরাই আশিকুরকে হাসপাতালে নিয়ে যান।

এসআই আলতাফ হোসেন বলেন, ‘এ ঘটনায় পরিবারে কেউ থানায় কোনো অভিযোগ দেয়নি। তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার