হোম > অপরাধ > ঢাকা

ফুটবল খেলায় পেনাল্টি শট নিয়ে দ্বন্দ্বের জেরে বন্ধুকে হত্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বগুড়ার গাবতলীতে ফুটবল খেলায় পেনাল্টি শট নেওয়াকে কেন্দ্র করে বন্ধুর হাতে এক যুবক খুন হয়েছেন। নিহতের নাম মামুন হোসেন (২৪)। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

গ্রেপ্তারকৃতের নাম আব্দুল মোতালেব ওরফে খোকন (৩২)। তাঁকে রাজধানীর কেরানীগঞ্জ থেকে গতকাল বুধবার রাতে গ্রেপ্তার করা হয়। 

সিআইডি জানিয়েছে, বগুড়া জেলার গাবতলী থানার রামেশ্বরপুর ইউনিয়নের হোসেনপুর টাইয়েরপাড়া এলাকায় ফুটবল খেলা নিয়ে মামুন ও খোকনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। তাঁরা দুজনে বন্ধু। ওই বিরোধের জেরে মামুনকে শিক্ষা দেওয়ার জন্য পরিকল্পনা আঁটছিলেন খোকন। গত ১৬ জুলাই রাত সাড়ে ৯টার দিকে রামেশ্বরপুর ইউনিয়নের হোসেনপুর টিওরপাড়া এলাকায় তিনমাথা মোড়ে মামুনকে একা পেয়ে খোকন তাঁর সহযোগীদের নিয়ে অতর্কিতে হামলা চালান। লোহার রড, জিআই পাইপ দিয়ে মামুনকে পিটিয়ে আহত করেন। মামুনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তাঁরা পালিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ জুলাই ভোরে মামুন মারা যান। 

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানী মালিবাগের সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর। 

সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, ‘মো. মামুন ও খোকন একই গ্রামের বাসিন্দা। তাঁরা একসঙ্গে চলাফেরা করতেন। ঈদ উপলক্ষে স্থানীয় যুব সংঘের উদ্যোগে ১৬ জুলাই বিকেলে স্থানীয় মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খোকন ও মামুনের মামাতো ভাই মো. নাহিদ (২৪) একই দলের খেলোয়াড় ছিলেন। তাঁদের দল ২-১ গোলে পিছিয়ে ছিল। খেলা শেষ হওয়ার ১ মিনিট আগে একটি ফাউল হলে পেনাল্টি শট পায় খোকন ও নাহিদের দল। টিমের একমাত্র গোলটি স্ট্রাইকার হিসেবে নাহিদ করেছিলেন তাই দলের সমতা আনার জন্য পেনাল্টি শটটিও নাহিদকে নিতে বলেন দলের অধিনায়ক দেলোয়ার ওরফে দেলু। কিন্তু খোকন পেনাল্টি শট নেওয়ার আবদার করেন।’ 

 ‘নাহিদ পেনাল্টি শট নেওয়ার জন্য প্রস্তুতি নিলে খোকন তাঁকে ধাক্কা দিয়ে ফেলে মারধর করতে থাকেন। তখন মামুন প্রতিবাদ করেন। পরে সবার চেষ্টায় বিষয়টি মীমাংসা করে দেওয়া হলেও এর জেরে মামুনকে শিক্ষা দেওয়ার পরিকল্পনা করেন খোকন।’ যোগ করেন এসপি মুক্তা ধর। 

এ ঘটনায় মামুনের মা ফাতেমা বেগম (৫৪) বাদী হয়ে গাবতলী থানায় খোকনকে প্রধান আসামি করে মামলা করেছেন বলে জানান সিআইডির বিশেষ এসপি মুক্তা ধর। 

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান