হোম > অপরাধ > ঢাকা

রাজধানীতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আহত ২ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুরে পৃথক দুটি ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে দুজন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে মোহাম্মাদপুরের বসিলায় মাহমুদুল ফিকরিল ইসলামিয়া মাদ্রাসার সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয় হাসান মোল্লা নামে মাদ্রাসার ছাত্র। আজ বুধবার ভোর পৌনে ৬টার দিকে মিরপুরের মোহনা টেলিভিশনের সামনে কেন্দ্রীয় জামে মসজিদ গলিতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন কাপড় ব্যবসায়ী নাসির হোসেন (৩৫)। 

আহত নাসিরের ভাই শামীম হোসেন বলেন, ‘তাঁদের বাসা মিরপুর ১১ নম্বর রোডে। মিরপুর ৭ নম্বর সেকশনে কাপড়ের ব্যবসা রয়েছে তাঁর ভাইয়ের। ভোরে বাসা থেকে বের হয়ে কাপড় কেনার জন্য সদরঘাটে যাচ্ছিল আমার ভাই। কেন্দ্রীয় মসজিদের সামনে এলে বিল্লাল, মারুফসহ চার-পাঁচজন পেছন দিক থেকে তাঁর কাঁধে থাকা ব্যাগ ধরে টান দেয়। এরপর লোহার পাইপ দিয়ে ডান পায়ে আঘাত করে। ধারালো অস্ত্র দিয়ে বাঁ গালে ও পেটে আঘাত করে। পরে ব্যাগ নিয়ে চলে যায়। ব্যাগের মধ্যে কাপড় কেনার ১ লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিল। পরে খবর পেয়ে নাসিরকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।’ 

শামীম আরও বলেন, ‘নাসির বর্তমানে ভালো ব্যবসা করে। এ কারণে বেশ কিছুদিন আগে নাসিরের কাছে চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদা না দেওয়ার কারণে আজকে হত্যার উদ্দেশ্যে নাসিরের ওপর হামলা হতে পারে। ঘটনাস্থল থেকে আমরা সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছি। এবং পল্লবী থানায় অভিযোগ দেওয়া হয়েছে।’ 

তবে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া বলেন, ‘এখনো পর্যন্ত এ রকম কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’ 

মোহাম্মদপুরে আহত হাসানের বড় ভাই আরিফ বিন জয় দিপু বলেন, তাঁদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কুসুমপুর গ্রামে। হাসান বসিলা ১ নম্বর রোডে মোহাম্মদপুর মাহাদুল ফিকরিল ইসলাম মাদ্রাসায় পড়ে এবং সেখানেই থাকে। 

তিনি আরও জানান, রাতে মাদ্রাসার সামনে হাঁটাহাঁটি করছিল হাসান। এ সময় চার-পাঁচজন ছিনতাইকারী তার মোবাইল ধরে টানাটানি করে। বাধা দেওয়ায় হাসানের মাথায় ডান পাশে, বাঁ হাতের কবজিতে ছুরিকাঘাত করে। পরে হাসানের চিৎকারে ছিনতাইকারীরা পালিয়ে যায়। তবে মোবাইল ফোনটিটি নিতে পারেনি।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার সাহা জানান, ‘ছিনতাইয়ের কোনো অভিযোগ আমরা এখনো পর্যন্ত পাইনি। তবে খোঁজ নেওয়া হচ্ছে।’

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা