রাজধানীর নিকুঞ্জে এনা পরিবহনের বাস সড়ক বিভাজকে উঠে যাওয়ার রেশ কাটতে না কাটতেই গুলিস্তানে শ্রাবণ পরিবহনের একটি বাস সড়ক বিভাজকে উঠে গেছে। ঘটনায় বাসের ধাক্কায় এক যুবক নিহত ও আরও তিনজন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে গুলিস্তানের জিপিও মোড়ে এ ঘটনা ঘটে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন।
নিহত যুবকের বয়স আনুমানিক ৪০ বছর। যদিও এখনো তার নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহতরা হলেন-তুষার (৩৫), আনোয়ার হোসেন (৩৩), আব্দুর রশীদ (৬৫)।
ওসি সালাউদ্দিন বলেন, জিপিও মোড়ের পাশে বিকেল ৩টার দিকে শ্রাবণ পরিবহনের একটি বাস সড়ক বিভাজনের ওপর উঠে যায়। এতে একজন নিহত হয়েছেন। এ ছাড়া তিনজন আহতের খবর পাওয়া গেছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গুলিস্তানের জিপিও মোড়ে শ্রাবণ বাসের চাপায় আহত চরজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার নাম পরিচয় জানা যায়নি।
ঢাকা মেডিকেলে থাকা পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া জানান, এই ঘটনায় নিহতের পরিচয় এখনো জানা যায়নি। বাসটিকে জব্দ করা হয়েছে।