হোম > অপরাধ > ঢাকা

ফের সড়ক বিভাজকে বাস, নিহত ১ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর নিকুঞ্জে এনা পরিবহনের বাস সড়ক বিভাজকে উঠে যাওয়ার রেশ কাটতে না কাটতেই গুলিস্তানে শ্রাবণ পরিবহনের একটি বাস সড়ক বিভাজকে উঠে গেছে। ঘটনায় বাসের ধাক্কায় এক যুবক নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে গুলিস্তানের জিপিও মোড়ে এ ঘটনা ঘটে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন। 

নিহত যুবকের বয়স আনুমানিক ৪০ বছর। যদিও এখনো তার নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহতরা হলেন-তুষার (৩৫), আনোয়ার হোসেন (৩৩), আব্দুর রশীদ (৬৫)। 

ওসি সালাউদ্দিন বলেন, জিপিও মোড়ের পাশে বিকেল ৩টার দিকে শ্রাবণ পরিবহনের একটি বাস সড়ক বিভাজনের ওপর উঠে যায়। এতে একজন নিহত হয়েছেন। এ ছাড়া তিনজন আহতের খবর পাওয়া গেছে।

 স্থানীয় সূত্রে জানা গেছে, রাজধানীর গুলিস্তান ফ্লাইওভারের নিচে থাকা অবস্থায় শ্রাবণ পরিবহনের একটি বাস ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারায়। পরে বাসটি জিপিও মোড়ের কাছাকাছি এসে সড়ক বিভাজনের ওপরে থাকা রেলিংয়ে উঠে যায়। এ সময় চারজন গুরুতর আহত হয়। তাঁদের ঢাকা মেডিকেলে নেওয়া হলে একজন মারা যান। বাকি তিনজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গুলিস্তানের জিপিও মোড়ে শ্রাবণ বাসের চাপায় আহত চরজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার নাম পরিচয় জানা যায়নি। 

ঢাকা মেডিকেলে থাকা পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া জানান, এই ঘটনায় নিহতের পরিচয় এখনো জানা যায়নি। বাসটিকে জব্দ করা হয়েছে।

হাদিকে হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমনপীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা