হোম > অপরাধ > ঢাকা

ফের সড়ক বিভাজকে বাস, নিহত ১ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর নিকুঞ্জে এনা পরিবহনের বাস সড়ক বিভাজকে উঠে যাওয়ার রেশ কাটতে না কাটতেই গুলিস্তানে শ্রাবণ পরিবহনের একটি বাস সড়ক বিভাজকে উঠে গেছে। ঘটনায় বাসের ধাক্কায় এক যুবক নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে গুলিস্তানের জিপিও মোড়ে এ ঘটনা ঘটে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন। 

নিহত যুবকের বয়স আনুমানিক ৪০ বছর। যদিও এখনো তার নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহতরা হলেন-তুষার (৩৫), আনোয়ার হোসেন (৩৩), আব্দুর রশীদ (৬৫)। 

ওসি সালাউদ্দিন বলেন, জিপিও মোড়ের পাশে বিকেল ৩টার দিকে শ্রাবণ পরিবহনের একটি বাস সড়ক বিভাজনের ওপর উঠে যায়। এতে একজন নিহত হয়েছেন। এ ছাড়া তিনজন আহতের খবর পাওয়া গেছে।

 স্থানীয় সূত্রে জানা গেছে, রাজধানীর গুলিস্তান ফ্লাইওভারের নিচে থাকা অবস্থায় শ্রাবণ পরিবহনের একটি বাস ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারায়। পরে বাসটি জিপিও মোড়ের কাছাকাছি এসে সড়ক বিভাজনের ওপরে থাকা রেলিংয়ে উঠে যায়। এ সময় চারজন গুরুতর আহত হয়। তাঁদের ঢাকা মেডিকেলে নেওয়া হলে একজন মারা যান। বাকি তিনজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গুলিস্তানের জিপিও মোড়ে শ্রাবণ বাসের চাপায় আহত চরজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার নাম পরিচয় জানা যায়নি। 

ঢাকা মেডিকেলে থাকা পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া জানান, এই ঘটনায় নিহতের পরিচয় এখনো জানা যায়নি। বাসটিকে জব্দ করা হয়েছে।

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের