হোম > অপরাধ > ঢাকা

টঙ্গীতে ছাদ থেকে লাফিয়ে পড়ে তরুণীর আত্মহত্যা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে সাদিয়া আক্তার (২০) নামে এক তরুণী ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার বিকেলে টঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

ওই তরুণী রাজধানীর মিরপুর বাংলা কলেজে ব্যবস্থাপনা বিভাগে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী এবং ঢাকার দোহার এলাকার আবুল বাসার বাচ্চুর মেয়ে। টঙ্গী বাজার এলাকায় ভাড়া বাড়ির ছয় তলায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি। 

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ইচ্ছার বিরুদ্ধে পরিবারের সদস্যরা এক ছেলের সঙ্গে সাদিয়ার বিয়ে ঠিক করেন। বিয়ে করবে না বলে পরিবারকে জানিয়েছিল সে। আজ শুক্রবার সন্ধ্যায় বিয়ের তারিখ ঠিক হয়ে যাওয়ায় পরিবারের ওপর অভিমান করে বাসার ছাদ থেকে লাফিয়ে পড়েন সাদিয়া। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আশপাশের লোকজন থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। তবে এ ঘটনা সাদিয়ার পরিবারের সদস্যরা গণমাধ্যমে কথা বলতে রাজি হননি। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা