হোম > অপরাধ > ঢাকা

টঙ্গীতে ছাদ থেকে লাফিয়ে পড়ে তরুণীর আত্মহত্যা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে সাদিয়া আক্তার (২০) নামে এক তরুণী ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার বিকেলে টঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

ওই তরুণী রাজধানীর মিরপুর বাংলা কলেজে ব্যবস্থাপনা বিভাগে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী এবং ঢাকার দোহার এলাকার আবুল বাসার বাচ্চুর মেয়ে। টঙ্গী বাজার এলাকায় ভাড়া বাড়ির ছয় তলায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি। 

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ইচ্ছার বিরুদ্ধে পরিবারের সদস্যরা এক ছেলের সঙ্গে সাদিয়ার বিয়ে ঠিক করেন। বিয়ে করবে না বলে পরিবারকে জানিয়েছিল সে। আজ শুক্রবার সন্ধ্যায় বিয়ের তারিখ ঠিক হয়ে যাওয়ায় পরিবারের ওপর অভিমান করে বাসার ছাদ থেকে লাফিয়ে পড়েন সাদিয়া। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আশপাশের লোকজন থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। তবে এ ঘটনা সাদিয়ার পরিবারের সদস্যরা গণমাধ্যমে কথা বলতে রাজি হননি। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট