হোম > অপরাধ > ঢাকা

বিশ্বজিৎ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি নূরে আলম লিমন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মীর মো. নূরে আলম লিমনকে (৩৪) দশ বছর পর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। 

আজ সোমবার সকালে র‍্যাব-২ এর সহকারী পরিচালক মো. ফজলুল হক আজকের পত্রিকাকে এই তথ্য জানান। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৮ ডিসেম্বর সন্ধ্যায় মোহাম্মদপুরের হ‌ুমায়ূন রোড এলাকা থেকে মীর মো. নূরে আলম লিমনকে গ্রেপ্তার করা হয়। তার গ্রামের বাড়ি রংপুরের পীরগাছা এলাকায়। তিনি দশ বছর ধরে পলাতক ছিলেন। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করে। আজ সোমবার তাঁকে আদালতে নেওয়া হবে। 

২০১২ সালের ৯ ডিসেম্বর ঢাকার বাহাদুর শাহ পার্কের পাশের দরজি দোকানের কর্মচারী বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে ছাত্রলীগের কর্মীরা। এই ঘটনায় সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ২১ জন আসামিকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে। বিচারিক কার্যক্রম শেষে ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ ওই মামলায় ২১ আসামির মধ্যে মীর মো. নূরে আলম লিমনসহ ৮ জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। 

পরে হাইকোর্ট মৃত্যুদণ্ড প্রাপ্ত ৮ জনের মধ্যে ২ জনকে বেকসুর খালাস দেন এবং মীর মো. নূরে আলম লিমনসহ ৪ জনকে মৃত্যুদণ্ড সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। হাইকোর্টে রায় ঘোষণার সময়ও মীর মো. নূরে আলম লিমন পলাতক ছিলেন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন