জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অভিযান চালিয়ে ৬ হাজার কেজি (১৫০ মণ) জাটকা বোঝাই একটি ট্রলার জব্দ করেছে মুক্তারপুর নৌ-পুলিশ।
আজ মঙ্গলবার (৩০ মার্চ) ভোরে নারায়ণগঞ্জ ৫ নম্বর ঘাটে এই অভিযান চালানো হয়।
মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক কবির হোসেন জানান, মুন্সিগঞ্জের শাহ্ সিমেন্ট কোম্পানি সংলগ্ন ধলেশ্বরী নদী থেকে ট্রলারটিকে অনুসরণ করা হয়। পরে নারায়ণগঞ্জের ৫ নম্বর ঘাটে ট্রলারটি জব্দ করা হয়। তবে ট্রলার চালক ও অন্যরা পালিয়ে যায়। জব্দ করা জাটকা বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হবে।