রাস্তা থেকে সরে যেতে একটু সময় লেগেছে। তাতেই ক্ষিপ্ত ছাত্রলীগের সাবেক এই নেতা। প্রথমে বাঁ পায়ের ওপর গাড়ি তুলে দেন। তারপর অকথ্য ভাষায় গালিগালাজ করেন। প্রতিবাদ করতে যেতেই চার-পাঁচজন মিলে সন্ত্রাসীর মতো হামলা চালিয়ে আহত করেন। ভুক্তভোগী পথচারী রিশাদ হুদা। যিনি বেসরকারি টেলিভিশন ইনডিপেনডেন্টের জ্যেষ্ঠ প্রতিবেদক। আর যাঁরা হামলা চালিয়েছেন, তাঁরা ধানমন্ডি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজিম আহমেদ ও তাঁর সহযোগী।
তবে মাস্তানি দেখিয়ে শেষ রক্ষা হয়নি নাজিম ও তাঁর ক্যাডার বাহিনীর। রাতেই পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি। পরে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে নাজিমসহ চারজনের নাম উল্লেখ করে শাহবাগ থানায় মামলা দায়ের করেন।
জানতে চাইলে শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার বলেন, শনিবার বিকেলে শাহবাগ এলাকায় ঘটে যাওয়া এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া আসামি নাজিম আহমেদকে আদালতে পাঠানো হয়েছে।
জানা যায়, ঘটনার পর স্থানীয়রা শারীরিকভাবে নির্যাতনের শিকার এই সাংবাদিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর থানায় যান।