হোম > অপরাধ > ঢাকা

কেরানীগঞ্জে বাসা থেকে ওষুধ কোম্পানির কর্মকর্তার লাশ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর কেরানীগঞ্জে একটি বাসা থেকে সদরুল আলম (৪২) নামে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার আরশিনগরে ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

পরে ময়নাতদন্তের জন্য লাশ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়। সদরুল রংপুর জেলার মিঠাপুকুর থানার পূর্ব সেকুরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ঢাকায় একটি ওষুধ কোম্পানির সেলস ম্যানেজার ছিলেন। বছরখানেক ধরে আরশিনগরের ওই বাসায় ভাড়ায় থাকতেন তিনি। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টায় বাড়ির মালিক সদরুলের ঘরের দরজা খুলে রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেন। লাশের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। 

বাড়ির ভাড়াটিয়া মোহাম্মদ মনির আজকের পত্রিকাকে বলেন, ‘সদরুল প্রায় এক বছর ধরে ওই বাসায় ভাড়া ছিলেন। সেখানে তিনি একা থাকলেও মাঝেমধ্যে পরিবারের লোকজন এসে থাকতেন। কিভাবে এ ঘটনা ঘটেছে তা জানি না। তবে পাশের বাড়ির চতুর্থ তলায় একই সময় চুরির ঘটনা ঘটেছে।’ 

নিহতের সহকর্মী সবুজ আজকের পত্রিকাকে বলেন, ‘সদরুল একটি বেসরকারি প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুর খবর পেয়ে তারা ছুটে এসেছেন। তবে কিভাবে কেনো তাকে হত্যা করা হয়েছে সে ব্যাপারে তার ধারণা নেই।’ 

কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির আজকের পত্রিকাকে বলেন, ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় চোরদের বাধা দিতে গিয়ে খুনের শিকার হয়েছেন সদরুল। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত