হোম > অপরাধ > ঢাকা

রূপগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বপন সরদার (৫০) নামের এক চালককে ছুরিকাঘাতে হত্যার পর ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

আজ রোববার সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বলাইখাঁ এলাকা থেকে নিহত চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত স্বপন সরদার উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বউ বাজার এলাকার বাসিন্দা।

নিহতের পরিবারের বরাত দিয়ে ভুলতা ফাঁড়ির পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল শনিবার রাত ১০টার দিকে ভাড়া নেওয়ার কথা বলে এক ব্যক্তি কল করে ডেকে নিয়ে যায় স্বপনকে। রাতে আর বাসায় ফেরেননি স্বপন। মোবাইল ফোনও বন্ধ ছিল। আজ সকালে বলাইখাঁ এলাকায় অনিক কম্পোজিট মশারি কারখানার ঝোপের ভেতর স্বপনের মরদেহ পড়ে থাকতে দেখেন শ্রমিকেরা। তাঁরা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা ধারণা করছি, রাতে তাঁর ইজিবাইক ছিনিয়ে নিতেই ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। হত্যাকারীই কল করে ডেকে নিয়েছিল, নাকি রাতে অন্য কেউ—এই ঘটনা ঘটিয়েছে তা তদন্তে বেড়িয়ে আসবে। ঘাতককে ধরতে আমাদের অভিযান চলছে। নিহতের পরিবার রূপগঞ্জ থানায় মামলা দায়ের করবে।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট