হোম > অপরাধ > ঢাকা

রূপগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বপন সরদার (৫০) নামের এক চালককে ছুরিকাঘাতে হত্যার পর ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

আজ রোববার সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বলাইখাঁ এলাকা থেকে নিহত চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত স্বপন সরদার উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বউ বাজার এলাকার বাসিন্দা।

নিহতের পরিবারের বরাত দিয়ে ভুলতা ফাঁড়ির পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল শনিবার রাত ১০টার দিকে ভাড়া নেওয়ার কথা বলে এক ব্যক্তি কল করে ডেকে নিয়ে যায় স্বপনকে। রাতে আর বাসায় ফেরেননি স্বপন। মোবাইল ফোনও বন্ধ ছিল। আজ সকালে বলাইখাঁ এলাকায় অনিক কম্পোজিট মশারি কারখানার ঝোপের ভেতর স্বপনের মরদেহ পড়ে থাকতে দেখেন শ্রমিকেরা। তাঁরা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা ধারণা করছি, রাতে তাঁর ইজিবাইক ছিনিয়ে নিতেই ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। হত্যাকারীই কল করে ডেকে নিয়েছিল, নাকি রাতে অন্য কেউ—এই ঘটনা ঘটিয়েছে তা তদন্তে বেড়িয়ে আসবে। ঘাতককে ধরতে আমাদের অভিযান চলছে। নিহতের পরিবার রূপগঞ্জ থানায় মামলা দায়ের করবে।’

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান