হোম > অপরাধ > ঢাকা

মোবাইল বাঁচাতে গিয়ে খুন, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর তেজগাঁও এলাকায় সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের ছাত্র কেশব রায় পাপন হত্যার ঘটনায় জড়িত তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন–জুয়েল, জাহাঙ্গীর ওরফে মুটো জাহাঙ্গীর ও নুরুজ্জামান ওরফে মামুন।

আজ বৃহস্পতিবার রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে জুয়েল, বেগুনবাড়ি থেকে জাহাঙ্গীর ও নোয়াখালী থেকে নুরুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

তেজগাঁও থানার এসআই গোলাম সারোয়ার জানান, গত ৫ অক্টোবর রাতে তেজগাঁও থানার মেরিন রেস্তোরাঁর সামনে কেশব রায় পাপনকে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে কয়েকজন পথচারী তাঁকে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গতকাল বুধবার অজ্ঞাতনামা অভিযুক্তদের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা করা হয়। 

তেজগাঁও থানার ওসি সালাহ উদ্দিন মিয়া বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ঘটনায় জড়িত অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরে হাতিরঝিল থেকে জুয়েলকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর বেগুনবাড়ি থেকে জাহাঙ্গীর ও নোয়াখালী থেকে নুরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। 

ওসি জানান, কেশব রায় পাপন একটি কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানে পার্টটাইম কাজ করতেন। কাজ শেষে রাতে সাইকেলে করে মণিপুরিপাড়ার বাসায় ফিরছিলেন পাপন। পথে ছিনতাইয়ের উদ্দেশ্যে তার পথরোধ করে আসামিরা। পাপন ছিনতাইয়ে বাঁধা দিলে ছিনতাইকারীদের সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়। পাপনের মোবাইল নিয়ে পালিয়ে যেতে চাইলে সে নুরুজ্জামানকে জাপটে ধরে। এ সময় নুরুজ্জামান ধারালো সুইচ গিয়ার ছুরি দিয়ে কেশবকে একের পর এক আঘাত করে। এতে অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলে কেশব নিস্তেজ হয়ে রাস্তায় পড়ে থাকেন।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান