বইমেলায় ঘুরতে আসা দর্শনার্থীদের কাছে চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই নেতার জামিন নামঞ্জুর করা হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান ছিদ্দিকী তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করেন।
মামলার আসামি দুই ছাত্রলীগ নেতা হলেন– ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহরুল হক হল ছাত্রলীগের সহসভাপতি রাজীব হোসেন রবিন ও মাস্টারদা সূর্য সেন হল ছাত্রলীগের সহসভাপতি মোহাইমিনুল ইসলাম ইমন। আদালতের শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক নিজাম উদ্দিন ফকির বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত শুক্রবার আদালতে হাজির করার পর আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঘটনার বিবরণে জানা যায়, মামলার বাদী কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়েন। গত ১৬ ফেব্রুয়ারি বাদীসহ তার বন্ধুরা সোহরাওয়ার্দী উদ্যানের অমর একুশে বইমেলায় ঘুরতে যান। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা সোহরাওয়ার্দী উদ্যানের কালিমন্দিরের গেটে যান। তখন আসামি রবিন ও ইমন নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাঁদের তল্লাশি শুরু করেন।
এ সময় তাঁদের সবার ম্যানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন পুলিশ পরিচয় দেওয়া দুজন। একপর্যায়ে তাঁদের কাছ থেকে ১৫০০ টাকা নিয়ে যান। এরপর তাঁরা চিৎকার করলে দায়িত্বরত পুলিশ ঘটনাস্থল থেকে দুই আসামিকে আটক করে। পরে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় শাহবাগ থানায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়।