রাজধানীর যাত্রাবাড়ীর দক্ষিণ কাজলা এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ নিরব ফরমান উল্লাহ খান (৪২) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ মঙ্গলবার রাতে র্যাব-১০ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এ তথ্য জানিয়েছেন।
র্যাবের দাবি, রাজধানীর যাত্রাবাড়ীসহ শহরের বিভিন্ন এলাকায় সুবিধামতো জায়গায় সাধারণ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিলেন নিরব। একই সঙ্গে লাইসেন্সবিহীন অবৈধ অস্ত্রের কেনাবেচা করেন তিনি।
এনায়েত কবির বলেন, গ্রেপ্তার নিরবের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড এ্যামুনিশান উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি একজন পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী বলে স্বীকার করেছেন। নিরবের নামে যাত্রাবাড়ী থানায় একটি অস্ত্র মামলা হয়েছে।
এ ছাড়া তার নামে রাজধানীর বিভিন্ন থানায় আরও তিনটি মামলা রয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।