হোম > অপরাধ > ঢাকা

গাজীপুরে অপহৃত ৩ মাসের মেয়েশিশু উদ্ধার, গ্রেপ্তার ৩ 

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের সদর উপজেলার শিরিরচালা এলাকা থেকে তিন মাস বয়সী মেয়েশিশুকে অপহরণের পাঁচ দিন পর উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার জেলার শ্রীপুর থানার মুলাইদ পশ্চিমপাড়া থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে আজ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

উদ্ধার হওয়া শিশু হলো ঝিনাইদহের মহেশপুর থানার বিশ্বনাথপুর গ্রামের নুর ইসলামের মেয়ে ফাতেমা খাতুন (৩ মাস)। নুর গাজীপুরের সদর উপজেলার জয়দেবপুর থানার শিরিরচালা এলাকায় টিনশেডের একটি ভাড়াবাড়িতে স্ত্রীসহ থাকেন। তিনি রাজমিস্ত্রির কাজ করেন। তাঁর স্ত্রী পোশাক কারখানায় চাকরি করেন। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নেত্রকোনার বারহাট্টা থানার বাউশি গ্রামের মজনু মিয়ার স্ত্রী আল্পনা ওরফে রুবিনা (২৫) এবং তাঁর বড় বোন একই জেলার দুর্গাপুর থানার হাবিআলী গ্রামের আবুল কাশেমের স্ত্রী ফাতেমা (৩৫) এবং ফাতেমার ছেলে রফিকুল ইসলাম (১৯)। 

আজ দুপুরে গাজীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে শিশু উদ্ধারের বিষয়ে বিভিন্ন তথ্য দেন পুলিশ সুপার কাজী শফিকুল আলম। তিনি জানান, নুর ইসলাম স্ত্রী ও শাশুড়িকে নিয়ে গাজীপুরের জয়দেবপুর থানার শিরিরচালা এলাকায় টিনশেড বাড়িতে একটি কক্ষ ভাড়া নিয়ে থাকেন। ২০ মার্চ আল্পনা ওরফে রুবিনা একই বাড়িতে তাঁদের পাশের একটি কক্ষ ভাড়া নেন। তিনি কোনো মোবাইল ফোন ব্যবহার করেননি। বাসাভাড়া নেওয়ার সময় জাতীয় কিংবা অন্য কোনো পরিচয়পত্র জমা দেননি। তিনি শিশুটির পরিবারের সঙ্গে মিশে বিশ্বস্ততা অর্জন করেন। ২ এপ্রিল মা-বাবা শিশুটিকে নানির কাছে রেখে কর্মস্থলে যান। এ সময় শিশুটি কান্না করলে দুধ গরম করতে যান তার নানি। এ সময় আল্পনা কৌশলে শিশুটিকে নিয়ে পালিয়ে যান। 

ওই ঘটনায় শিশুটির বাবা জয়দেবপুর থানায় অপহরণ মামলা করেন। মামলা দায়েরের পর বিভিন্ন জায়গায় অভিযান চালায় পুলিশ। গতকাল গভীর রাতে শিশুটিকে শ্রীপুর থানার মুলাইদ পশ্চিমপাড়ার সুবেদ আলী নামের এক ব্যক্তির ভাড়া দেওয়া বাসা থেকে উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ সুপার আরও জানান, গাজীপুর শিল্পাঞ্চল হওয়ায় এই এলাকায় বিভিন্ন জেলার লোকজন বসবাস করেন। তাই তিনি মালিকদের বাড়িভাড়া দেওয়ার সময় ভাড়াটিয়াদের তথ্য ফরম যথাযথভাবে পূরণ, সংরক্ষণ ও এক কপি সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার অনুরোধ করেন। 

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সানোয়ার হোসেন, নন্দিতা মালাকার, রবিউল ইসলাম, জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাতাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট