হোম > অপরাধ > ঢাকা

রিকশাচালক থেকে ১৭৬ কোটি টাকা আত্মসাৎ, আগাম জামিন নিতে এসে কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এবি ব্যাংক থেকে ঋণ নিয়ে ১৭৬ কোটি ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়েছিলেন এরশাদ আলী। আজ মঙ্গলবার জামিন নিতে হাজির হন হাইকোর্টে।

তবে তাঁকে জামিন না দিয়ে শাহাবাগ থানা পুলিশের হাতে তুলে দেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ। সেইসঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে সংশ্লিষ্ট বিচারিক আদালতে সোপর্দ করার নির্দেশ দেওয়া হয়। 

এরশাদ আলীর আইনজীবী শেখ মোহাম্মদ জাকির হোসেন আদালতে বলেন, মামলাটি এখনো তদন্তাধীন। তাছাড়া এই মামলায় এরশাদ আলীর বিরুদ্ধে সরাসির জড়িত থাকার অভিযোগ নেই। তাই জামিন দেওয়া যায়।

জামিনের বিরোধিতা করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, ‘অর্থ আত্মসাত গুরুতর অপরাধ। তাছাড়া এই মামলায় উল্লেখ করা টাকা অনেক বড় অংক। এই আসামিকে জামিন দিলে অন্য অপরাধীরা উৎসাহিত হবে। এখানে একটি সিন্ডিকেট জড়িত। তাই তাঁকে জামিন দেওয়া ঠিক হবে না।’

গত বছরের ৮ জুন এরশাদ আলীর বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে এরশাদসহ ১৭ জনকে আসামি করা হয়। মামলায় অভিযোগ করা হয়—পদ্মা সেতু প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি ও সিনোহাইড্রো করপোরেশন লিমিটেডের নাম করে ছয়টি ভুয়া ওয়ার্ক অর্ডার এবং সাতটি ভুয়া ব্যাংক গ্যারান্টির মাধ্যমে এবি ব্যাংকের কাকরাইল শাখা থেকে ১৭৬ কোটি ১৮ লাখ টাকা আত্মসাৎ করেন এরশাদ আলীসহ আসামিরা।

জানা যায়, এক সময় রাজশাহীতে রিকশা চালাতেন এরশাদ আলী। পরে শুরু করেন বালুর ব্যবসা। ধীরে ধীরে পাথর, রড ও সিমেন্টের ব্যবসায় নামেন। নামসর্বস্ব বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ব্যাংক থেকে হাতিয়ে নেন অন্তত ৫০০ কোটি টাকা। এই অভিযোগের অনুসন্ধান করছে দুদক।

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে