হোম > অপরাধ > ঢাকা

রিকশাচালক থেকে ১৭৬ কোটি টাকা আত্মসাৎ, আগাম জামিন নিতে এসে কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এবি ব্যাংক থেকে ঋণ নিয়ে ১৭৬ কোটি ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়েছিলেন এরশাদ আলী। আজ মঙ্গলবার জামিন নিতে হাজির হন হাইকোর্টে।

তবে তাঁকে জামিন না দিয়ে শাহাবাগ থানা পুলিশের হাতে তুলে দেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ। সেইসঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে সংশ্লিষ্ট বিচারিক আদালতে সোপর্দ করার নির্দেশ দেওয়া হয়। 

এরশাদ আলীর আইনজীবী শেখ মোহাম্মদ জাকির হোসেন আদালতে বলেন, মামলাটি এখনো তদন্তাধীন। তাছাড়া এই মামলায় এরশাদ আলীর বিরুদ্ধে সরাসির জড়িত থাকার অভিযোগ নেই। তাই জামিন দেওয়া যায়।

জামিনের বিরোধিতা করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, ‘অর্থ আত্মসাত গুরুতর অপরাধ। তাছাড়া এই মামলায় উল্লেখ করা টাকা অনেক বড় অংক। এই আসামিকে জামিন দিলে অন্য অপরাধীরা উৎসাহিত হবে। এখানে একটি সিন্ডিকেট জড়িত। তাই তাঁকে জামিন দেওয়া ঠিক হবে না।’

গত বছরের ৮ জুন এরশাদ আলীর বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে এরশাদসহ ১৭ জনকে আসামি করা হয়। মামলায় অভিযোগ করা হয়—পদ্মা সেতু প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি ও সিনোহাইড্রো করপোরেশন লিমিটেডের নাম করে ছয়টি ভুয়া ওয়ার্ক অর্ডার এবং সাতটি ভুয়া ব্যাংক গ্যারান্টির মাধ্যমে এবি ব্যাংকের কাকরাইল শাখা থেকে ১৭৬ কোটি ১৮ লাখ টাকা আত্মসাৎ করেন এরশাদ আলীসহ আসামিরা।

জানা যায়, এক সময় রাজশাহীতে রিকশা চালাতেন এরশাদ আলী। পরে শুরু করেন বালুর ব্যবসা। ধীরে ধীরে পাথর, রড ও সিমেন্টের ব্যবসায় নামেন। নামসর্বস্ব বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ব্যাংক থেকে হাতিয়ে নেন অন্তত ৫০০ কোটি টাকা। এই অভিযোগের অনুসন্ধান করছে দুদক।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট