রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দূর্গাপুরে গত সোমবার (২৬ এপ্রিল) সুজন তালুকদার নামের এক যুবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নিহত সুজনের মা সাহিদা বেগম বাদি হয়ে মামলাটি দায়ের করেন। তবে আজ বুধবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত এ মামলায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার মামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলায় আটজনের নাম উল্লেখ ও অজ্ঞাত চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
গত সোমবার সন্ধ্যায় ইফতারের পর সুজনসহ তিনজন গঙ্গাপ্রসাদপুর রেললাইনের ওপর বসে গল্প করছিল। হঠাৎ করে সাত আট জনের একটি দল তাঁদের ধাওয়া দেয়। তাঁরা দৌড়ে পালানোর চেষ্টা করলে পাটক্ষেতে সুজনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুইজন আহত হয়। নিহত সুজন তালুকদার গঙ্গাপ্রসাদপুর গ্রামের গিয়াসউদ্দিনর ছেলে।