হোম > অপরাধ > ঢাকা

পিপলস লিজিংয়ের সাবেক নির্বাহী পরিচালকসহ চারজনের ১৭ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১০ কোটি ৩৬ লাখ টাকা আত্মসাতের দায়ে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (পিএলএফএস) সাবেক নির্বাহী পরিচালক মো. হেলাল উদ্দিনসহ চারজনের ১৭ বছরের কারাদণ্ড হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন গতকাল বৃহস্পতিবার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত অন্যরা পিএলএফএসের সাবেক পরিচালক বিশ্বজিৎ কুমার রায়, তাঁর স্ত্রী শিল্পী রানী রায় ও ভাই ইন্দ্রজিৎ কুমার রায়।

আদালতের বেঞ্চ সরকারি বেলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, কারাদণ্ডের পাশাপাশি তাদের ১০ কোটি ৩৬ লাখ টাকা জরিমানা করেন আদালত। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে প্রত্যেককে দুই বছর করে কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছে।

আসামিরা পলাতক রয়েছেন। তাঁরা গ্রেপ্তার বা আত্মসমর্পণের দিন থেকে শাস্তি কার্যকর হবে বলে বিচারক তাঁর রায়ে বলেছেন।

২০১৯ সালের ৩ জানুয়ারি তাঁদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। ২০২০ সালের ২০ সেপ্টেম্বর দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক চার আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

মামলার এজাহারে বলা হয়, পিএলএফএসের নিয়ম লঙ্ঘন করে ২০১০ সালের মার্চ মাসে বিশ্বজিৎ, তার স্ত্রী শিল্পী ও ভাই ইন্দ্রজিৎকে ১০ কোটি ৩৬ লাখ ১৮ হাজার ৬০৭ টাকা ঋণ মঞ্জুর করেন হেলাল। তাঁরা সব টাকা আত্মসাৎ করেছেন।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট