হোম > অপরাধ > ঢাকা

পিপলস লিজিংয়ের সাবেক নির্বাহী পরিচালকসহ চারজনের ১৭ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১০ কোটি ৩৬ লাখ টাকা আত্মসাতের দায়ে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (পিএলএফএস) সাবেক নির্বাহী পরিচালক মো. হেলাল উদ্দিনসহ চারজনের ১৭ বছরের কারাদণ্ড হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন গতকাল বৃহস্পতিবার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত অন্যরা পিএলএফএসের সাবেক পরিচালক বিশ্বজিৎ কুমার রায়, তাঁর স্ত্রী শিল্পী রানী রায় ও ভাই ইন্দ্রজিৎ কুমার রায়।

আদালতের বেঞ্চ সরকারি বেলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, কারাদণ্ডের পাশাপাশি তাদের ১০ কোটি ৩৬ লাখ টাকা জরিমানা করেন আদালত। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে প্রত্যেককে দুই বছর করে কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছে।

আসামিরা পলাতক রয়েছেন। তাঁরা গ্রেপ্তার বা আত্মসমর্পণের দিন থেকে শাস্তি কার্যকর হবে বলে বিচারক তাঁর রায়ে বলেছেন।

২০১৯ সালের ৩ জানুয়ারি তাঁদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। ২০২০ সালের ২০ সেপ্টেম্বর দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক চার আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

মামলার এজাহারে বলা হয়, পিএলএফএসের নিয়ম লঙ্ঘন করে ২০১০ সালের মার্চ মাসে বিশ্বজিৎ, তার স্ত্রী শিল্পী ও ভাই ইন্দ্রজিৎকে ১০ কোটি ৩৬ লাখ ১৮ হাজার ৬০৭ টাকা ঋণ মঞ্জুর করেন হেলাল। তাঁরা সব টাকা আত্মসাৎ করেছেন।

সাভারে সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত

যুগ্ম সচিবকে গাড়িতে জিম্মি করে ছয় লাখ টাকা দাবি করলেন চালক

বাসের ধাক্কায় লোহার গেট ভেঙে সিকিউরিটি গার্ড নিহত, রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগে ডিপো ইনচার্জ গ্রেপ্তার

চাঁদা না পেয়ে ডিশ-ইন্টারনেটের ব্যবসা দখল করতে যুবলীগ নেতাকে খুন—দাবি পরিবারের

হাদিকে গুলি: মূল আসামি ফয়সালকে মাইক্রোবাসে পালাতে সহায়তাকারী নুরুজ্জামান ৩ দিনের রিমান্ডে

নিরাপত্তা জোরদারে চেকপোস্ট বাড়াল ডিএমপি

মোহাম্মদপুরে মা–মেয়ে খুন: স্বামীর পর এবার গৃহকর্মী আয়েশার দায় স্বীকার

টাঙ্গাইলে দুই দিনে কুকুরের কামড়ে আহত ৪০

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

হাদির মস্তিষ্ক ছাড়া সব অঙ্গ সক্রিয়, স্থিতিশীল হওয়ার অপেক্ষা: ইনকিলাব মঞ্চ