হোম > অপরাধ > ঢাকা

পিপলস লিজিংয়ের সাবেক নির্বাহী পরিচালকসহ চারজনের ১৭ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১০ কোটি ৩৬ লাখ টাকা আত্মসাতের দায়ে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (পিএলএফএস) সাবেক নির্বাহী পরিচালক মো. হেলাল উদ্দিনসহ চারজনের ১৭ বছরের কারাদণ্ড হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন গতকাল বৃহস্পতিবার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত অন্যরা পিএলএফএসের সাবেক পরিচালক বিশ্বজিৎ কুমার রায়, তাঁর স্ত্রী শিল্পী রানী রায় ও ভাই ইন্দ্রজিৎ কুমার রায়।

আদালতের বেঞ্চ সরকারি বেলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, কারাদণ্ডের পাশাপাশি তাদের ১০ কোটি ৩৬ লাখ টাকা জরিমানা করেন আদালত। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে প্রত্যেককে দুই বছর করে কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছে।

আসামিরা পলাতক রয়েছেন। তাঁরা গ্রেপ্তার বা আত্মসমর্পণের দিন থেকে শাস্তি কার্যকর হবে বলে বিচারক তাঁর রায়ে বলেছেন।

২০১৯ সালের ৩ জানুয়ারি তাঁদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। ২০২০ সালের ২০ সেপ্টেম্বর দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক চার আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

মামলার এজাহারে বলা হয়, পিএলএফএসের নিয়ম লঙ্ঘন করে ২০১০ সালের মার্চ মাসে বিশ্বজিৎ, তার স্ত্রী শিল্পী ও ভাই ইন্দ্রজিৎকে ১০ কোটি ৩৬ লাখ ১৮ হাজার ৬০৭ টাকা ঋণ মঞ্জুর করেন হেলাল। তাঁরা সব টাকা আত্মসাৎ করেছেন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন