হোম > অপরাধ > ঢাকা

দুর্নীতিবাজদের ঘরে ছেলে–মেয়ের বিয়ে দেবেন না: আদালত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুর্নীতিবাজদের ছেলেমেয়ের সঙ্গে কেউ ছেলেমেয়ের বিয়ে দেবেন না—অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের একটি মামলায় দেশের ক্যাসিনো-কাণ্ডের মূল হোতা সেলিম প্রধানের মামলার রায়ে বিচারক জনগণের প্রতি এই আহ্বান জানিয়েছেন।

আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৮-এর বিচারক মো. বদরুল আলম ভূঁইয়া রায় দিয়ে সেলিম প্রধানকে দুটি ধারায় আট বছরের কারাদণ্ড দেন। 

রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, ‘রায় দিয়ে সমাজ থেকে দুর্নীতি দূর করা সম্ভব নয়। দুর্নীতিবাজদের সামাজিকভাবে প্রতিরোধ করা দরকার। সমাজের সবাইকে দুর্নীতিবাজদের এড়িয়ে চলা উচিত। তাই দুর্নীতিবাজদের সঙ্গে ছেলেমেয়ের বিয়ে দেবেন না। দাওয়াত দিলে যাবেন না।’
 
রায়ের পর্যবেক্ষণে আরও বলা হয়, দুর্নীতিবাজেরা রাষ্ট্রের বিরুদ্ধে। জেনেশুনে এমন কারোর দাওয়াতে যাওয়া মানে রাষ্ট্রবিরোধী অবস্থান নেওয়া। 

রায়ে আদালত বলেন, ‘সেলিম প্রদানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে উত্থাপিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তিনি একদিকে অর্থ পাচার করেছেন, অন্যদিকে অবৈধ ক্যাসিনো জুয়ার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন। মামলার সাক্ষীরা তাঁদের সাক্ষ্য দিয়ে সেটা প্রমাণ করেছেন। তাই তাঁর শাস্তি হওয়া প্রয়োজন।’

২০১৯ সালে ক্যাসিনো-বিরোধী অভিযানে সেলিম প্রধানকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই সময় তাঁর বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা, মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা হয়। পরে অর্থ পাচারের অভিযোগেও পৃথক মামলা হয়। এই চার মামলা এখনো বিচারাধীন।

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার