হোম > অপরাধ > ঢাকা

সাটুরিয়ায় হ্যালো বাইক উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে চার্জশিট দাখিল

প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জের সাটুরিয়ায় ছিনতাই হওয়া বাইক উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। আজ ওসি মুহাম্মদ আশরাফুল আলম এ চার্জশিট দাখিল করেন। 

সাটুরিয়া থানার ওসি মুহাম্মদ আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাননীয় পুলিশ সুপারের নির্দেশনায় মামলাটি গুরুত্বের সঙ্গে নিয়ে আমি নিজেই তদন্তভার গ্রহণ করি। মামলার মূল রহস্য উদ্‌ঘাটন, ঘটনায় জড়িত সকল আসামিকে গ্রেপ্তার, ছিনতাই হওয়া মালামাল উদ্ধার, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত চাকু ও গামছা উদ্ধার করা হয়েছে। আসামিদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া এবং সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত কার্যক্রম শেষে আসামিদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করি। 

এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাতে সাটুরিয়ার র‍্যাইল্লা থেকে সম্রাট (২১), জান্না বাজার থেকে ফিরুজ কবির (২৩), সাটুরিয়া হাসপাতালের সামনে থেকে সুমন ওরফে আরিফ (২৪) ও ধামরাই বাজার থেকে হৃদয় (২৩) কে গ্রেপ্তার ও হৃদয়ের গ্যারেজ থেকে ছিনতাই হওয়া হ্যালো বাইকটি উদ্ধার করা হয়। 

থানা সূত্রে জানা যায়, গত বুধবার রাতে তাহের আলীর অটো হ্যালোবাইকটি মানিকগঞ্জ স্ট্যান্ড থেকে সম্রাট, ফিরোজ ও আরিফ সাটুরিয়া হান্দুলিয়া যাওয়ার জন্য ৪০০ টাকায় ভাড়া করেন। পথে সাটুরিয়া ইউনিয়নের রাধানগর স্থানে এলে রাত ১১টার দিকে তাঁকে জিম্মি করে অটো হ্যালোবাইকটি লুট করে নিয়ে যায়। পরে তাহের আলী বুধবার রাতেই থানায় একটি অভিযোগ করেন। 

সাটুরিয়া থানার ওসি মুহাম্মদ আশরাফুল আলম বলেন, হৃদয় দীর্ঘ দিন যাবৎ চোরাই অটো হ্যালোবাইক বিক্রি করে আসছে। অভিযোগ পেয়ে সাটুরিয়া থানার একটি টিম ধামরাই ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই হ্যালোবাইক উদ্ধার ও ছিনতাইকারী চক্রের ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া ছিনতাই কাজে ব্যবহার করা ১টি ছুরি ও গামছা উদ্ধার করা হয়েছে। আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে। 

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা