হোম > অপরাধ > ঢাকা

ধুনটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী-শাশুড়ি গ্রেপ্তার 

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনটে পিয়ারা খাতুন প্রিয়া (২২) নামে তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাঁদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার দিবাগত রাতে শেরপুরের দাড়কিপাড়া গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার শিমুলবাড়ি গ্রামের আবু তাহেরের ছেলে ও নিহতের স্বামী সজিব হোসেন (২৫) ও শাশুড়ি সাজেদা বেগমকে (৪৫)। 

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জোড়খালি গ্রামের হোসেন আলীর মেয়ে পিয়ারা খাতুন প্রিয়ার প্রায় ৫ বছর আগে সজিব হোসেনের সঙ্গে বিয়ে হয়। পেশায় কাঠ মিস্ত্রি সজিব হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবন করেন। তাঁদের দাম্পত্য জীবনে একটি ছেলে সন্তান রয়েছে। 

স্বামীর মাদকসেবনের বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। গতকাল সকালের দিকে মাদকদ্রব্য কেনার জন্য গ্যাসের চুলা বিক্রি করতে চায় সজিব হোসেন। কিন্তু স্ত্রী তাঁকে চুলা বিক্রি করতে বাধা দেয়। এ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের একপর্যায়ে পিয়ারাকে শ্বাসরোধে হত্যা করে স্বামী সজিব হোসেন। 

পরে বিষয়টিকে আত্মহত্যা বলে প্রচারের জন্য তাঁর মরদেহ ঘরের ভেতর আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে বাড়ি ছেড়ে পালিয়ে যায় সজিব ও তাঁর পরিবারের লোকজন। খবর পেয়ে গতকাল বিকেল ৫টার দিকে স্বামীর ঘর থেকে প্রিয়ার মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের (শজিমেক) মর্গে পাঠায় পুলিশ। 

এ ঘটনায় নিহত প্রিয়ার বাবা হোসেন আলী বাদী হয়ে গতকাল রাতেই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সজিব হোসেন ও তাঁর মা সাজেদা বেগমের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪ জনকে আসামি করা হয়।

ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার দায় সজিব হোসেন স্বীকার করেছেন। সজিব ও তাঁর মাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন