হোম > অপরাধ > ঢাকা

নারায়ণগঞ্জে কিশোরীকে অপহরণ ও ধর্ষণের দায়ে ২ যুবকের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কিশোরীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে আসামিরা পলাতক ছিলেন।

সাজাপ্রাপ্তরা হলেন—জাফর ইসলাম রিজভী (৩৬) ও সজিব ভূঁইয়া বাবু (৩৬)। বিষয়টি নিশ্চিত করেছে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিব উদ্দিন আহমেদ। 

কৌঁসুলি বলেন, ২০১২ সালের ১৭ সেপ্টেম্বর রূপগঞ্জের পূবেরগাঁও এলাকা থেকে ভুক্তভোগী কিশোরীকে অপহরণ করেন আসামিরা। পরে তাঁকে ধর্ষণ করেন তাঁরা। এরপর ভুক্তভোগীর পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে প্রশাসনের সহায়তায় ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। 

এই ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা। মামলায় তদন্তকারী কর্মকর্তা দুই আসামিকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার আদালত এই রায় ঘোষণা করেন। এই মামলায় মোট পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে বলে জানান কৌঁসুলি। 

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ‘এক কিশোরীকে ধর্ষণের দায়ে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তদন্তকারী কর্মকর্তাসহ পাঁচজনের সাক্ষ্য, তথ্য প্রমাণের ভিত্তিতে এই রায় ঘোষণা করেছেন আদালত।’ 

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট