হোম > অপরাধ > ঢাকা

নারায়ণগঞ্জে কিশোরীকে অপহরণ ও ধর্ষণের দায়ে ২ যুবকের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কিশোরীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে আসামিরা পলাতক ছিলেন।

সাজাপ্রাপ্তরা হলেন—জাফর ইসলাম রিজভী (৩৬) ও সজিব ভূঁইয়া বাবু (৩৬)। বিষয়টি নিশ্চিত করেছে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিব উদ্দিন আহমেদ। 

কৌঁসুলি বলেন, ২০১২ সালের ১৭ সেপ্টেম্বর রূপগঞ্জের পূবেরগাঁও এলাকা থেকে ভুক্তভোগী কিশোরীকে অপহরণ করেন আসামিরা। পরে তাঁকে ধর্ষণ করেন তাঁরা। এরপর ভুক্তভোগীর পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে প্রশাসনের সহায়তায় ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। 

এই ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা। মামলায় তদন্তকারী কর্মকর্তা দুই আসামিকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার আদালত এই রায় ঘোষণা করেন। এই মামলায় মোট পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে বলে জানান কৌঁসুলি। 

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ‘এক কিশোরীকে ধর্ষণের দায়ে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তদন্তকারী কর্মকর্তাসহ পাঁচজনের সাক্ষ্য, তথ্য প্রমাণের ভিত্তিতে এই রায় ঘোষণা করেছেন আদালত।’ 

‘ছোট ভাই প্রোটেকশন বাড়াও’— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, মিরপুরে দোকানি আহত