হোম > অপরাধ > ঢাকা

‘মদ্যপ’ অবস্থায় প্রবাসীর স্ত্রীর ঘরে ইউপি সদস্য, মামলার পর কারাগারে

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে মদ্যপ অবস্থায় এক গৃহবধূর ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক ইউপি সদস্যের বিরুদ্ধে উঠেছে। এ ঘটনায় মামলার পর আজ মঙ্গলবার অভিযুক্ত ইউপি সদস্য কাদের জোয়ারদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

কাদের জোয়ারদার টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের ওয়ার্ডের সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাদের জোয়ারদার গতকাল সোমবার রাতে মদ্যপ অবস্থায় স্থানীয় এক প্রবাসীর বাড়িতে যান। সেখানে গিয়ে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় গৃহবধূ চিৎকার করলে পাশের ঘরের লোকজন এসে কাদের জোয়রদারকে আটক করে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে ফেলেন। পরে ভোররাতে ছানোয়ার হোসেন নামে স্থানীয় আরেক ইউপি সদস্য আলোচনা সাপেক্ষে কাদের জোয়ারদারকে ছাড়িয়ে নিয়ে যান।

এ ঘটনার পর গৃহবধূ থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে কাদের জোয়ারদারকে আজ দুপুরে গ্রেপ্তার করে আদালতে পাঠান। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সাহাদত হোসেন বলেন, ‘ইউপি সদস্য কাদের জোয়ারদার একাধিকবার ওই প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত করেছে। বিষয়টি জেনে আমি তাকে সংশোধন হতে বলেছি। সোমবার দিবাগত রাত ১১টার দিকে মদ খেয়ে প্রবাসীর স্ত্রীর বাড়িতে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা করলে জনতার হাতে ধরা পড়ে। এ বিষয়ে গৃহবধূ বাদী হয়ে মামলা দায়ের করেছে। পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। বর্তমানে সে কারাবন্দী রয়েছে।’ 

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া বলেন, ‘বাদী সশরীরে থানায় উপস্থিত হয়ে মামলা করলে আমরা বিষয়টি আমলে নিয়ে কাদের জোয়ারদারকে গ্রেপ্তার করি। পরে তাকে আদালতে পাঠানো তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।’

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক