হোম > অপরাধ > ঢাকা

‘মদ্যপ’ অবস্থায় প্রবাসীর স্ত্রীর ঘরে ইউপি সদস্য, মামলার পর কারাগারে

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে মদ্যপ অবস্থায় এক গৃহবধূর ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক ইউপি সদস্যের বিরুদ্ধে উঠেছে। এ ঘটনায় মামলার পর আজ মঙ্গলবার অভিযুক্ত ইউপি সদস্য কাদের জোয়ারদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

কাদের জোয়ারদার টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের ওয়ার্ডের সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাদের জোয়ারদার গতকাল সোমবার রাতে মদ্যপ অবস্থায় স্থানীয় এক প্রবাসীর বাড়িতে যান। সেখানে গিয়ে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় গৃহবধূ চিৎকার করলে পাশের ঘরের লোকজন এসে কাদের জোয়রদারকে আটক করে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে ফেলেন। পরে ভোররাতে ছানোয়ার হোসেন নামে স্থানীয় আরেক ইউপি সদস্য আলোচনা সাপেক্ষে কাদের জোয়ারদারকে ছাড়িয়ে নিয়ে যান।

এ ঘটনার পর গৃহবধূ থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে কাদের জোয়ারদারকে আজ দুপুরে গ্রেপ্তার করে আদালতে পাঠান। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সাহাদত হোসেন বলেন, ‘ইউপি সদস্য কাদের জোয়ারদার একাধিকবার ওই প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত করেছে। বিষয়টি জেনে আমি তাকে সংশোধন হতে বলেছি। সোমবার দিবাগত রাত ১১টার দিকে মদ খেয়ে প্রবাসীর স্ত্রীর বাড়িতে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা করলে জনতার হাতে ধরা পড়ে। এ বিষয়ে গৃহবধূ বাদী হয়ে মামলা দায়ের করেছে। পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। বর্তমানে সে কারাবন্দী রয়েছে।’ 

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া বলেন, ‘বাদী সশরীরে থানায় উপস্থিত হয়ে মামলা করলে আমরা বিষয়টি আমলে নিয়ে কাদের জোয়ারদারকে গ্রেপ্তার করি। পরে তাকে আদালতে পাঠানো তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।’

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান