হোম > অপরাধ > ঢাকা

মির্জাপুরে পারিবারিক কলহের জেরে বাবাকে পিটিয়ে হত্যা 

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে পারিবারিক কলহের জেরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্দে। আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার জামুর্কী ইউনিয়নের আগধল্যা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন ওরফে দুখু মিয়া (৫৫)। এ ঘটনার পর অভিযুক্ত ছেলে লিটন মিয়া পালিয়ে গেলেও তাঁর স্ত্রী রাশেদাকে আটক করেছে পুলিশ। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুখু মিয়ার স্ত্রীর সঙ্গে ছেলের স্ত্রী রাশেদা বেগমের প্রায় ঝগড়া বিবাদ লেগে থাকত। বুধবার শাশুড়ি-ছেলের স্ত্রীর মধ্যে পাটশোলা নিয়ে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। এরই জেরে শশুর দুখু মিয়া তাঁর স্ত্রীর পক্ষ নিয়ে ছেলের বৌর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। শশুর ছেলের বৌর হাতাহাতির এ দৃশ্য বাড়ির অপর পাশ থেকে ছেলে লিটন দেখতে পেয়ে বৈঠা নিয়ে এসে তাঁর বাবাকে এলোপাথাড়ি পেটাতে থাকেন। এতে শরীরে ও মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই দুখু মিয়ার মৃত্যু হয়। 

ঘটনার সময় উপস্থিত পাশের বাড়ির রওশনারা বেগম ও মজনু মিয়া জানান, কথা-কাটাকাটির পর ছেলের স্ত্রীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুখু মিয়া। তাঁদের হাতাহাতির এই দৃশ্য দেখে বাড়ির পাশের ডুবার ওপাশে থাকা ছেলে লিটন সাতরে বাড়িতে এসে বৈঠা দিয়ে তাঁর বাবাকে এলোপাতাড়ি পেটাতে থাকেন। বৈঠার আঘাত মাথায় লাগলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর লিটন দৌঁড়ে পালিয়ে যান। খবর পেয়ে মির্জাপুর থানা-পুলিশ এসে ছেলের স্ত্রীকে আটক করে। 

এ বিষয়ে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার জানান, বাবা ছেলে পেশায় দিনমজুর। মাঝে মধ্যে তাঁদের মধ্যে পারিবারিক কলহ লেগে থাকত। বুধবার পারিবারিক কলহের জের ধরে ছেলে তাঁর বাবাকে বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করেন। 

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। ছেলে লিটনকে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট