হোম > অপরাধ > ঢাকা

শাহজালালে চিকিৎসক দম্পতির লাগেজে মিললো গুলি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোর যাওয়ার সময় গুলিসহ এক চিকিৎসক দম্পতিকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাদের আটকের পর বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বেলা দেড়টা পর্যন্ত চিকিৎসক দম্পতি থানায়ই ছিলেন। তাদের অস্ত্রের লাইসেন্স যাচাই করা হচ্ছে।

বিমানবন্দর থানার এসআই ফরিদ হোসেন আজকের পত্রিকাকে জানান, চিকিৎসক দম্পতি সকাল ৯টার একটি ফ্লাইটে যশোর যাচ্ছিলেন। বিমানবন্দরে চেকিংয়ের সময় লাগেজের ভেতর একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি পাওয়া যায়। ঘোষণা না দিয়ে গুলি বহন করায় তাদের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

চিকিৎসক দম্পত্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে এসআই ফরিদ জানান, অস্ত্রের লাইসেন্স আছে বলে দাবি করেছেন ওই চিকিৎসক দম্পতি। বাসা থেকে বের হওয়ার সময় অস্ত্র তারা ড্রয়ারে রেখে আসেন। ভুলে গুলি লাগেজে রয়ে গেছে।

বিমানবন্দর থানার ওসি বিএম ফরমান আলী বলেন, আটক দম্পতি অস্ত্রের লাইসেন্স আছে বলে দাবি করেছেন। তারা ভুলে ম্যাগাজিনসহ গুলি নিয়ে এসেছিল বলে জানিয়েছেন। আমরা যাচাই-বাছাই করছি।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ত্র-গোলাবারুদ বহন করলে বিমানবন্দরে প্রবেশের আগেই ঘোষণা দিতে হয়। কিন্তু তারা ঘোষণা দেননি। স্ক্যানিংয়ে অস্ত্র ধরা পড়লে তাদের আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করা হয়।

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ