হোম > অপরাধ > ঢাকা

শাহজালালে চিকিৎসক দম্পতির লাগেজে মিললো গুলি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোর যাওয়ার সময় গুলিসহ এক চিকিৎসক দম্পতিকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাদের আটকের পর বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বেলা দেড়টা পর্যন্ত চিকিৎসক দম্পতি থানায়ই ছিলেন। তাদের অস্ত্রের লাইসেন্স যাচাই করা হচ্ছে।

বিমানবন্দর থানার এসআই ফরিদ হোসেন আজকের পত্রিকাকে জানান, চিকিৎসক দম্পতি সকাল ৯টার একটি ফ্লাইটে যশোর যাচ্ছিলেন। বিমানবন্দরে চেকিংয়ের সময় লাগেজের ভেতর একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি পাওয়া যায়। ঘোষণা না দিয়ে গুলি বহন করায় তাদের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

চিকিৎসক দম্পত্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে এসআই ফরিদ জানান, অস্ত্রের লাইসেন্স আছে বলে দাবি করেছেন ওই চিকিৎসক দম্পতি। বাসা থেকে বের হওয়ার সময় অস্ত্র তারা ড্রয়ারে রেখে আসেন। ভুলে গুলি লাগেজে রয়ে গেছে।

বিমানবন্দর থানার ওসি বিএম ফরমান আলী বলেন, আটক দম্পতি অস্ত্রের লাইসেন্স আছে বলে দাবি করেছেন। তারা ভুলে ম্যাগাজিনসহ গুলি নিয়ে এসেছিল বলে জানিয়েছেন। আমরা যাচাই-বাছাই করছি।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ত্র-গোলাবারুদ বহন করলে বিমানবন্দরে প্রবেশের আগেই ঘোষণা দিতে হয়। কিন্তু তারা ঘোষণা দেননি। স্ক্যানিংয়ে অস্ত্র ধরা পড়লে তাদের আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করা হয়।

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ