হোম > অপরাধ > ঢাকা

শাহজালালে চিকিৎসক দম্পতির লাগেজে মিললো গুলি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোর যাওয়ার সময় গুলিসহ এক চিকিৎসক দম্পতিকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাদের আটকের পর বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বেলা দেড়টা পর্যন্ত চিকিৎসক দম্পতি থানায়ই ছিলেন। তাদের অস্ত্রের লাইসেন্স যাচাই করা হচ্ছে।

বিমানবন্দর থানার এসআই ফরিদ হোসেন আজকের পত্রিকাকে জানান, চিকিৎসক দম্পতি সকাল ৯টার একটি ফ্লাইটে যশোর যাচ্ছিলেন। বিমানবন্দরে চেকিংয়ের সময় লাগেজের ভেতর একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি পাওয়া যায়। ঘোষণা না দিয়ে গুলি বহন করায় তাদের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

চিকিৎসক দম্পত্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে এসআই ফরিদ জানান, অস্ত্রের লাইসেন্স আছে বলে দাবি করেছেন ওই চিকিৎসক দম্পতি। বাসা থেকে বের হওয়ার সময় অস্ত্র তারা ড্রয়ারে রেখে আসেন। ভুলে গুলি লাগেজে রয়ে গেছে।

বিমানবন্দর থানার ওসি বিএম ফরমান আলী বলেন, আটক দম্পতি অস্ত্রের লাইসেন্স আছে বলে দাবি করেছেন। তারা ভুলে ম্যাগাজিনসহ গুলি নিয়ে এসেছিল বলে জানিয়েছেন। আমরা যাচাই-বাছাই করছি।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ত্র-গোলাবারুদ বহন করলে বিমানবন্দরে প্রবেশের আগেই ঘোষণা দিতে হয়। কিন্তু তারা ঘোষণা দেননি। স্ক্যানিংয়ে অস্ত্র ধরা পড়লে তাদের আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করা হয়।

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২৮

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন