হোম > অপরাধ > ঢাকা

ধামরাইয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাই পৌরসভায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মো. নবীনুর (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ধামরাই থানা-পুলিশ। আজ রোববার দুপুরে পৌরসভার লাকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে মো. হান্নানের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত নবীনুর মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া গ্রামের তারাবাড়ী এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি ধামরাই পৌরশহরের লাকুরিয়া পাড়া মহল্লার মো. হান্নানের বাড়ির ভাড়াটিয়া। 

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই শিশুর মা ধামরাইয়ে একটি কারখানায় চাকরি করেন। পরিবারের জীবিকা নির্বাহের জন্য পৌরসভার বিভিন্ন জায়গায় দিনমজুরির কাজ করেন তিনি। এ জন্য প্রায়ই তাঁকে বাইরে থাকতে হয়। এই সুযোগে ২৬ জানুয়ারি সন্ধ্যার দিকে ভুক্তভোগীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেন নবীনুর। 

পরে ভুক্তভোগী ওই শিশু শারীরিকভাবে অসুস্থ হলে মেয়ের মাকে পাশের বাড়ির লোকজন খবর দেন। মেয়ের মা বাসায় এসে মেয়েকে জিজ্ঞাসা করলে মেয়েটি তাঁর মায়ের কাছে ধর্ষণের বিষয়ে খুলে বলেন। এরপর ধামরাই থানায় এসে মেয়ের মা বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেন। পরে আজ দুপুরে অভিযান চালিয়ে অভিযুক্ত নবীনুরকে গ্রেপ্তার করা হয়। 

ভুক্তভোগীর বাবা বলেন, ‘আমার মেয়েকে এমন সর্বনাশ করল আমি এখন কি করব। আমি নবীনুরের শাস্তি চাই।’ 

এই বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল ইসলাম বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় দুপুরে পৌর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত নবীনুরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। আগামীকাল সকালে তাঁকে আদালতে পাঠানো হবে। 

সাভারে সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত

যুগ্ম সচিবকে গাড়িতে জিম্মি করে ছয় লাখ টাকা দাবি করলেন চালক

বাসের ধাক্কায় লোহার গেট ভেঙে সিকিউরিটি গার্ড নিহত, রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগে ডিপো ইনচার্জ গ্রেপ্তার

চাঁদা না পেয়ে ডিশ-ইন্টারনেটের ব্যবসা দখল করতে যুবলীগ নেতাকে খুন—দাবি পরিবারের

হাদিকে গুলি: মূল আসামি ফয়সালকে মাইক্রোবাসে পালাতে সহায়তাকারী নুরুজ্জামান ৩ দিনের রিমান্ডে

নিরাপত্তা জোরদারে চেকপোস্ট বাড়াল ডিএমপি

মোহাম্মদপুরে মা–মেয়ে খুন: স্বামীর পর এবার গৃহকর্মী আয়েশার দায় স্বীকার

টাঙ্গাইলে দুই দিনে কুকুরের কামড়ে আহত ৪০

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

হাদির মস্তিষ্ক ছাড়া সব অঙ্গ সক্রিয়, স্থিতিশীল হওয়ার অপেক্ষা: ইনকিলাব মঞ্চ