হোম > অপরাধ > ঢাকা

সাভারে প্রতিপক্ষ কিশোর গ্যাংয়ের হামলায় আহত যুবকের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার সাভারে প্রতিপক্ষ কিশোর গ্যাংয়ের হামলায় আহত আকাশ মাহমুদ (২১) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

আজ বুধবার বেলা ১১টার দিকে স্থানীয় একটি হাসপাতালে তিনি মারা যান। নিহত আকাশ সাভার পৌর এলাকার ব্যাংক কলোনির বাসিন্দা। 

পুলিশ জানায়, সাভার পৌর এলাকায় পিনিক রাব্বি (২১) ও হৃদয়ের (২২) নেতৃত্বাধীন কিশোর গ্যাং দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের অপরাধ করে আসছিল। এই দুই গ্রুপের সদস্যরাই চাঁদাবাজি, মাদক কারবারসহ নানা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত। মাদক কারবারের ভাগ-বাঁটোয়ারা নিয়ে গত রোববার রাতে হৃদয় গ্রুপের সদস্যরা রাব্বি গ্রুপের আকাশ মাহমুদ (২১), ইয়াসিন (২২), সোহাগসহ (২১) আরও একজনকে কুপিয়ে আহত করে। স্থানীয়রা ওই রাতেই তাঁদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা ১১টার দিকে আকাশ মারা যান। 

সাভার থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, হামলার ঘটনায় আহত একজন হাসপাতালে মারা গেছেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। 

এসআই সুদীপ কুমার গোপ আরও বলেন, হামলার ঘটনায় গত সোমবার থানায় মামলা হয়েছে। এখন তা হত্যা মামলায় রূপান্তরিত হবে।

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩