হোম > অপরাধ > ঢাকা

সাভারে প্রতিপক্ষ কিশোর গ্যাংয়ের হামলায় আহত যুবকের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার সাভারে প্রতিপক্ষ কিশোর গ্যাংয়ের হামলায় আহত আকাশ মাহমুদ (২১) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

আজ বুধবার বেলা ১১টার দিকে স্থানীয় একটি হাসপাতালে তিনি মারা যান। নিহত আকাশ সাভার পৌর এলাকার ব্যাংক কলোনির বাসিন্দা। 

পুলিশ জানায়, সাভার পৌর এলাকায় পিনিক রাব্বি (২১) ও হৃদয়ের (২২) নেতৃত্বাধীন কিশোর গ্যাং দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের অপরাধ করে আসছিল। এই দুই গ্রুপের সদস্যরাই চাঁদাবাজি, মাদক কারবারসহ নানা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত। মাদক কারবারের ভাগ-বাঁটোয়ারা নিয়ে গত রোববার রাতে হৃদয় গ্রুপের সদস্যরা রাব্বি গ্রুপের আকাশ মাহমুদ (২১), ইয়াসিন (২২), সোহাগসহ (২১) আরও একজনকে কুপিয়ে আহত করে। স্থানীয়রা ওই রাতেই তাঁদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা ১১টার দিকে আকাশ মারা যান। 

সাভার থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, হামলার ঘটনায় আহত একজন হাসপাতালে মারা গেছেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। 

এসআই সুদীপ কুমার গোপ আরও বলেন, হামলার ঘটনায় গত সোমবার থানায় মামলা হয়েছে। এখন তা হত্যা মামলায় রূপান্তরিত হবে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন