হোম > অপরাধ > ঢাকা

মানিকগঞ্জে বৃদ্ধাকে গলা কেটে হত্যা, যুবক গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে রাবেয়া বেগম (৮০) নামের এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় মামলার পর অভিযুক্ত মো. শাহজাহান শুকুর আলীকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ বেলা ১২টার দিকে সদর উপজেলার বেংরুই গ্রামের একটি বাঁশঝাড় সংলগ্ন ডোবা থেকে নিহত বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। 

বৃদ্ধা রাবেয়া নবগ্রাম ইউনিয়নের বেংরুই গ্রামের মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী। তাঁর দুই ছেলে ও দুই মেয়ের রয়েছে। অন্যদিকে অভিযুক্ত যুবক সদর উপজেলার বেংরুই এলাকার আলাউদ্দিনের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাবেয়া বেগম তাঁর ছোট ছেলে আলামিন ও নাতিন তন্বীকে নিয়ে বেংরুই এলাকায় নিজ বাড়িতে বসবাস করতেন। পূর্ব শত্রুতার জেরে শনিবার বেলা ১১টার প্রতিবেশী শুকুর আলী বৃদ্ধাকে দুই বাড়ির মধ্যখানের একটি খাদে যান। সেখানে ধারালো বটি দিয়ে মাথাসহ ঘাড়ে একাধিক কোপ দিয়ে গলা বিচ্ছিন্ন করে হত্যা করে পালিয়ে যান। 

পরে নিহতের বড় ছেলে আলী রেজার কাছ থেকে হত্যার খবর পেয়ে মানিকগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ ডোবা থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। 

সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. টুটুল বলেন, ‘পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুকুর আলী হত্যার কথা স্বীকার করেছেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো বটি ও হত্যাকারীর রক্তমাখা জামাকাপড় উদ্ধার করা হয়েছে। পরে বিশেষ অভিযান চালিয়ে সদর উপজেলার সরুপাই এলাকা থেকে শাহজাহান শুকুরকে গ্রেপ্তার করা হয়।’ 

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার বলেন, ‘ওই গ্রামেরই বখাটে যুবক শাহজাহান শুকুর আলী ধারালো বটি দিয়ে বৃদ্ধার গলা কেটে হত্যা করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।’ 

ওসি আরও বলেন, ‘এ ঘটনায় নিহতের ছেলে মো. মামুন বাদী হয়ে শাহজাহান শুক্কুর ও তাঁর বাবা আলাউদ্দিনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মানিকগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার