হোম > অপরাধ > ঢাকা

খামারবাড়ির বালুর স্তূপে মিলল সাড়ে ৮ কেজি হেরোইন 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ীতে ফরিদুল ইসলাম (২৭) নামের এক যুবকের খামারবাড়ি থেকে সাড়ে আট কেজি হেরোইন জব্দ করেছে পুলিশ। তিনি এলাকার চিহ্নিত মাদক কারবারি দাবি পুলিশের। 

আজ রোববার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন রাজশাহীর পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমান। 

এর আগে গতকাল শনিবার রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত চার ঘণ্টা গোদাগাড়ী পৌরসভার মাদারপুর ডিমভাঙা এলাকায় অভিযান চালিয়ে হেরোইন জব্দ করে। তবে অভিযুক্ত ফরিদুল দেয়াল টপকে পালিয়ে যাওয়ায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। 

ফরিদুল ইসলাম ওই মহল্লার আজিজুল হকের ছেলে ও তিনি খামারবাড়ির মালিক। ওই বাড়ির কেয়ারটেকার মহিশালবাড়ি মহল্লার আতাউর রহমানের ছেলে সোহেল রানাকে পলাতক আসামি করে থানায় মামলা করেছে পুলিশ। 

পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, খামারবাড়ির মালিক ফরিদুল ইসলাম চোরা পথে ভারত থেকে হেরোইন নিয়ে আসেন। দেশের বিভিন্ন স্থানে পাচারের জন্য বাজারের ব্যাগে ঢুকিয়ে খামারবাড়িতে বালুর স্তূপের মধ্যে মজুত রেখেছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফরিদুল ও কেয়ারটেকার সোহেল রানা কৌশলে দেয়াল টপকিয়ে পালিয়ে যান। অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এর আনুমানিক দাম ৮ কোটি ৪০ লাখ টাকা। 

পুলিশ সুপার আরও বলেন, ফরিদুল ও সোহেল চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে এর আগেও মাদকের মামলা হয়েছে। জামিনে বের হয়ে আবারও মাদক কারবারে জড়িয়ে যাচ্ছেন। তারা দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করতেন। এই দুই মাদক কারবারিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি