হোম > অপরাধ > ঢাকা

খামারবাড়ির বালুর স্তূপে মিলল সাড়ে ৮ কেজি হেরোইন 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ীতে ফরিদুল ইসলাম (২৭) নামের এক যুবকের খামারবাড়ি থেকে সাড়ে আট কেজি হেরোইন জব্দ করেছে পুলিশ। তিনি এলাকার চিহ্নিত মাদক কারবারি দাবি পুলিশের। 

আজ রোববার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন রাজশাহীর পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমান। 

এর আগে গতকাল শনিবার রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত চার ঘণ্টা গোদাগাড়ী পৌরসভার মাদারপুর ডিমভাঙা এলাকায় অভিযান চালিয়ে হেরোইন জব্দ করে। তবে অভিযুক্ত ফরিদুল দেয়াল টপকে পালিয়ে যাওয়ায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। 

ফরিদুল ইসলাম ওই মহল্লার আজিজুল হকের ছেলে ও তিনি খামারবাড়ির মালিক। ওই বাড়ির কেয়ারটেকার মহিশালবাড়ি মহল্লার আতাউর রহমানের ছেলে সোহেল রানাকে পলাতক আসামি করে থানায় মামলা করেছে পুলিশ। 

পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, খামারবাড়ির মালিক ফরিদুল ইসলাম চোরা পথে ভারত থেকে হেরোইন নিয়ে আসেন। দেশের বিভিন্ন স্থানে পাচারের জন্য বাজারের ব্যাগে ঢুকিয়ে খামারবাড়িতে বালুর স্তূপের মধ্যে মজুত রেখেছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফরিদুল ও কেয়ারটেকার সোহেল রানা কৌশলে দেয়াল টপকিয়ে পালিয়ে যান। অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এর আনুমানিক দাম ৮ কোটি ৪০ লাখ টাকা। 

পুলিশ সুপার আরও বলেন, ফরিদুল ও সোহেল চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে এর আগেও মাদকের মামলা হয়েছে। জামিনে বের হয়ে আবারও মাদক কারবারে জড়িয়ে যাচ্ছেন। তারা দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করতেন। এই দুই মাদক কারবারিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

হাদিকে গুলি: ‎২৪ ঘণ্টায় বিদেশি অস্ত্রসহ ৩৩ জন গ্রেপ্তার

সাভারে সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত

যুগ্ম সচিবকে গাড়িতে জিম্মি করে ৬ লাখ টাকা দাবি করলেন চালক

বাসের ধাক্কায় লোহার গেট ভেঙে সিকিউরিটি গার্ড নিহত, রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগে ডিপো ইনচার্জ গ্রেপ্তার

চাঁদা না পেয়ে ডিশ-ইন্টারনেটের ব্যবসা দখল করতে যুবলীগ নেতাকে খুন—দাবি পরিবারের

হাদিকে গুলি: মূল আসামি ফয়সালকে মাইক্রোবাসে পালাতে সহায়তাকারী নুরুজ্জামান ৩ দিনের রিমান্ডে

নিরাপত্তা জোরদারে চেকপোস্ট বাড়াল ডিএমপি

মোহাম্মদপুরে মা–মেয়ে খুন: স্বামীর পর এবার গৃহকর্মী আয়েশার দায় স্বীকার

টাঙ্গাইলে দুই দিনে কুকুরের কামড়ে আহত ৪০

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪