হোম > অপরাধ > ঢাকা

১৮ বছর ধরে পলাতক ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৩

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

১৮ বছর আগের ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল মান্নানকে (৪৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব-৪ এর সদস্যরা তাঁকে গ্রেপ্তার করে আজ মঙ্গলবার শিবালয় থানা-পুলিশে সোপর্দ করেছে। একই সঙ্গে অপর এক ধর্ষণ মামলার দুজন আসামিকে গ্রেপ্তার করে ৩ জনকে জেল হাজতে পাঠিয়েছে শিবালয় থানা-পুলিশ।

র‍্যাবের গ্রেপ্তার আব্দুল মান্নান শিবালয় উপজেলার আরুয়া গ্রামের বলাই শেখের ছেলে। 

জানা যায়, ২০০৩ সালের ২৮ এপ্রিল শিবালয় উপজেলার আরুয়া গ্রামে মা-মেয়েকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়। এঘটনায় অভিযুক্ত একজন আসামি গ্রেপ্তার হলেও মান্নান ও লুৎফর পলাতক রয়েছেন। এ ঘটনায় আদালত ২০০৪ সালের ১৬ সেপ্টেম্বর এ মামলায় আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডসহ ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন। তখন থেকে আসামি পলাতক থাকায় আদালত এপ্রিল মাসের ৬ তারিখ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 

অভিযুক্ত মান্নান বাড়িতে রয়েছেন এমন খবরে র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 

এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন আজকের পত্রিকাকে বলেন, ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল মান্নানসহ তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য দুজন হলেন গণধর্ষণ মামলায় এজাহারভুক্ত প্রধান আসামি আলোকদিয়ার হালিম মেম্বারের ছেলে মো. আলী (৩৮) ও চরবৈষ্টমী গ্রামের মৃত আফাজ শেখের ছেলে আব্দুল লতিফ (৩৭)।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন

স্বেচ্ছাসেবক দলনেতা হত্যা: শনাক্ত হয়নি কেউ, স্ত্রীর মামলা

কেরানীগঞ্জে নারী কারারক্ষীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চে পুলিশের বাধা

ডেমরায় ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে অছিম পরিবহনের বাস চলাচল বন্ধ