হোম > অপরাধ > ঢাকা

১৮ বছর ধরে পলাতক ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৩

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

১৮ বছর আগের ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল মান্নানকে (৪৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব-৪ এর সদস্যরা তাঁকে গ্রেপ্তার করে আজ মঙ্গলবার শিবালয় থানা-পুলিশে সোপর্দ করেছে। একই সঙ্গে অপর এক ধর্ষণ মামলার দুজন আসামিকে গ্রেপ্তার করে ৩ জনকে জেল হাজতে পাঠিয়েছে শিবালয় থানা-পুলিশ।

র‍্যাবের গ্রেপ্তার আব্দুল মান্নান শিবালয় উপজেলার আরুয়া গ্রামের বলাই শেখের ছেলে। 

জানা যায়, ২০০৩ সালের ২৮ এপ্রিল শিবালয় উপজেলার আরুয়া গ্রামে মা-মেয়েকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়। এঘটনায় অভিযুক্ত একজন আসামি গ্রেপ্তার হলেও মান্নান ও লুৎফর পলাতক রয়েছেন। এ ঘটনায় আদালত ২০০৪ সালের ১৬ সেপ্টেম্বর এ মামলায় আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডসহ ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন। তখন থেকে আসামি পলাতক থাকায় আদালত এপ্রিল মাসের ৬ তারিখ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 

অভিযুক্ত মান্নান বাড়িতে রয়েছেন এমন খবরে র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 

এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন আজকের পত্রিকাকে বলেন, ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল মান্নানসহ তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য দুজন হলেন গণধর্ষণ মামলায় এজাহারভুক্ত প্রধান আসামি আলোকদিয়ার হালিম মেম্বারের ছেলে মো. আলী (৩৮) ও চরবৈষ্টমী গ্রামের মৃত আফাজ শেখের ছেলে আব্দুল লতিফ (৩৭)।

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব