হোম > অপরাধ > ঢাকা

১৮ বছর ধরে পলাতক ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৩

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

১৮ বছর আগের ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল মান্নানকে (৪৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব-৪ এর সদস্যরা তাঁকে গ্রেপ্তার করে আজ মঙ্গলবার শিবালয় থানা-পুলিশে সোপর্দ করেছে। একই সঙ্গে অপর এক ধর্ষণ মামলার দুজন আসামিকে গ্রেপ্তার করে ৩ জনকে জেল হাজতে পাঠিয়েছে শিবালয় থানা-পুলিশ।

র‍্যাবের গ্রেপ্তার আব্দুল মান্নান শিবালয় উপজেলার আরুয়া গ্রামের বলাই শেখের ছেলে। 

জানা যায়, ২০০৩ সালের ২৮ এপ্রিল শিবালয় উপজেলার আরুয়া গ্রামে মা-মেয়েকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়। এঘটনায় অভিযুক্ত একজন আসামি গ্রেপ্তার হলেও মান্নান ও লুৎফর পলাতক রয়েছেন। এ ঘটনায় আদালত ২০০৪ সালের ১৬ সেপ্টেম্বর এ মামলায় আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডসহ ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন। তখন থেকে আসামি পলাতক থাকায় আদালত এপ্রিল মাসের ৬ তারিখ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 

অভিযুক্ত মান্নান বাড়িতে রয়েছেন এমন খবরে র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 

এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন আজকের পত্রিকাকে বলেন, ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল মান্নানসহ তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য দুজন হলেন গণধর্ষণ মামলায় এজাহারভুক্ত প্রধান আসামি আলোকদিয়ার হালিম মেম্বারের ছেলে মো. আলী (৩৮) ও চরবৈষ্টমী গ্রামের মৃত আফাজ শেখের ছেলে আব্দুল লতিফ (৩৭)।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট