হোম > অপরাধ > ঢাকা

১৮ বছর ধরে পলাতক ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৩

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

১৮ বছর আগের ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল মান্নানকে (৪৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব-৪ এর সদস্যরা তাঁকে গ্রেপ্তার করে আজ মঙ্গলবার শিবালয় থানা-পুলিশে সোপর্দ করেছে। একই সঙ্গে অপর এক ধর্ষণ মামলার দুজন আসামিকে গ্রেপ্তার করে ৩ জনকে জেল হাজতে পাঠিয়েছে শিবালয় থানা-পুলিশ।

র‍্যাবের গ্রেপ্তার আব্দুল মান্নান শিবালয় উপজেলার আরুয়া গ্রামের বলাই শেখের ছেলে। 

জানা যায়, ২০০৩ সালের ২৮ এপ্রিল শিবালয় উপজেলার আরুয়া গ্রামে মা-মেয়েকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়। এঘটনায় অভিযুক্ত একজন আসামি গ্রেপ্তার হলেও মান্নান ও লুৎফর পলাতক রয়েছেন। এ ঘটনায় আদালত ২০০৪ সালের ১৬ সেপ্টেম্বর এ মামলায় আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডসহ ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন। তখন থেকে আসামি পলাতক থাকায় আদালত এপ্রিল মাসের ৬ তারিখ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 

অভিযুক্ত মান্নান বাড়িতে রয়েছেন এমন খবরে র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 

এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন আজকের পত্রিকাকে বলেন, ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল মান্নানসহ তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য দুজন হলেন গণধর্ষণ মামলায় এজাহারভুক্ত প্রধান আসামি আলোকদিয়ার হালিম মেম্বারের ছেলে মো. আলী (৩৮) ও চরবৈষ্টমী গ্রামের মৃত আফাজ শেখের ছেলে আব্দুল লতিফ (৩৭)।

নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অভিযোগে সিটি ইউনিভার্সিটির ৫ শিক্ষার্থী গ্রেপ্তার

নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে নারী পথচারীর মৃত্যু

নাঈমকে দুই দফা মারধরের পর রাস্তায় ফেলে যায় মোটরসাইকেল আরোহীরা—আসামির জবানবন্দি

বসুন্ধরায় আইনজীবী হত্যা: গ্রেপ্তার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আইনজীবী হত্যার মূল আসামি গ্রেপ্তার

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ