গাজীপুরের শ্রীপুরে জহিরুল ইসলাম (২২) নামে এক যুবকের বিরুদ্ধে অস্ত্রের ভয় দেখিয়ে গৃহবধূকে (২৬) ধর্ষণ করার অভিযোগ উঠেছে। আজ শনিবার সকালে ওই যুবককে বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
ভুক্তভোগী গৃহিণী দিনাজপুর সদর উপজেলার বাসিন্দা। তিনি শ্রীপুরে স্বামীর সঙ্গে থাকেন। তাঁর স্বামী স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করেন।
অভিযুক্ত জহিরুল ইসলাম উপজেলার বরমী ইউনিয়নের বড়নল গ্রামের শামসুল হকের ছেলে। তিনি উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় ভাড়া থাকেন।
ভুক্তভোগী নারী বলেন, ‘আমাকে প্রায়ই রাস্তাঘাটে চলাচলের সময় জহিরুল কুপ্রস্তাব দিত। আমি বিষয়টি আমার স্বামীকে জানাই। পরে আমার স্বামী বিষয়টি কয়েকজনকে জানালে স্থানীয়রা তাঁকে শাসন করে। এতে ক্ষিপ্ত হয়ে আজ সকালে আমার স্বামী কারখানায় চলে গেলে জোরপূর্বক জহিরুল ঘরে ঢোকেন। পরে দেশীয় অস্ত্রের (ছুরি) ভয় দেখিয়ে জোরপূর্বক আমাকে ধর্ষণ করেন। এ বিষয়ে আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।’
অভিযোগের বিষয়ে জানতে জহিরুলের মোবাইলে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।