হোম > অপরাধ > ঢাকা

বশেমুরবিপ্রবির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের ঘটনার পর গতকাল বুধবার রাতেই অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন, শহরতলীর সোনাকূড় গ্রামের পিয়াস (২২), সুইপার কলোনির অন্তর (২২) এবং জীবন (২৩)। 

এর আগে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাজিউর রহমান বাদী হয়ে অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। 

এদিকে এ ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় রাস্তার দুপাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। যান চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 

এর আগে গতকাল বুধবার রাত ৯টা ২৫ মিনিটের এই ঘটনা ঘটে। 

মামলা সূত্রে জানা যায়, গণধর্ষণের শিকার ওই শিক্ষার্থী তাঁর বন্ধুর সঙ্গে গোপালগঞ্জ সদর উপজেলার নবীনবাগ নামক স্থানের হেলিপ্যাডের সামনে থেকে হেঁটে আসছিলেন। পথে এক অটো থেকে তাঁদের তুলে নেওয়া হয়। পরবর্তীতে ৭/৮ জন মিলে তাঁদের হেলিপ্যাডের পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল ও কলেজের নির্মাণাধীন ভবনে নিয়ে যান। ওই শিক্ষার্থীর সঙ্গে থাকা তাঁর সহপাঠীকে মারধর করেন এবং ওই শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণ করেন তাঁরা। এ ঘটনার পর অসুস্থ অবস্থায় ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান বলেন, ‘তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান চালানো হয়েছে। আমাদের টিম এরই মধ্যে অভিযান শুরু করেছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে আমরা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হব।’ 

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার