হোম > অপরাধ > ঢাকা

শিবালয়ে আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্য গ্রেপ্তার

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয় থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের মো. শামীম (২৭) নামে এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। গতকাল রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃত শামীম শিবালয় উপজেলার শিমুলিয়া পশ্চিমপাড়া গ্রামের মো. শাহজাহানের ছেলে। 

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাতে উপজেলার শিমুলিয়া গ্রামে অভিযান চালায় পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। এ সময় সরকার থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য শামীমকে গ্রেপ্তার করে থানা নিয়ে আসা হয়। 

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, শামীম বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদী বিষয়াদি প্রচার ও বই বিতরণ করে অনুসারী বাড়ানোর চেষ্টায় লিপ্ত ছিল। তাঁর বিরুদ্ধে শিবালয় থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে অ্যান্টি টেররিজম ইউনিটের হেফাজতে রয়েছেন তিনি। ১০ দিনের রিমান্ড চেয়ে আজ সোমবার দুপুরে তাঁকে আদালতে তোলা হবে। 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু