হোম > অপরাধ > ঢাকা

শিবালয়ে আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্য গ্রেপ্তার

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয় থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের মো. শামীম (২৭) নামে এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। গতকাল রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃত শামীম শিবালয় উপজেলার শিমুলিয়া পশ্চিমপাড়া গ্রামের মো. শাহজাহানের ছেলে। 

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাতে উপজেলার শিমুলিয়া গ্রামে অভিযান চালায় পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। এ সময় সরকার থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য শামীমকে গ্রেপ্তার করে থানা নিয়ে আসা হয়। 

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, শামীম বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদী বিষয়াদি প্রচার ও বই বিতরণ করে অনুসারী বাড়ানোর চেষ্টায় লিপ্ত ছিল। তাঁর বিরুদ্ধে শিবালয় থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে অ্যান্টি টেররিজম ইউনিটের হেফাজতে রয়েছেন তিনি। ১০ দিনের রিমান্ড চেয়ে আজ সোমবার দুপুরে তাঁকে আদালতে তোলা হবে। 

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯