হোম > অপরাধ > ঢাকা

রাজধানীতে বৃদ্ধ ভিক্ষুকের সাহসিকতায় ছিনতাইকারী গ্রেপ্তার 

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় তরুণীর চেইন ছিনিয়ে পালিয়ে যাওয়ার সময় বৃদ্ধ ভিক্ষুকের সাহসিকতায় এক ছিনতাইকারী গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। গ্রেপ্তার ছিনতাইকারীর নাম সবুজ (৩৬)। উত্তরা ৩ নম্বর সেক্টরের কুশল সেন্টারের সামনে আজ মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, গ্রেপ্তার ছিনতাইকারী সবুজ পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার সিদ্দিকুর রহমানের ছেলে। অপরদিকে ষাটোর্ধ্ব ওই বৃদ্ধ ভিক্ষুক হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনরগর উপজেলার তনু শেখের ছেলে বাবর মিয়া।

ছিনতাইকারীর কবলে পড়া ওই তরুণী আঁখি মনি সিভা আজকের পত্রিকাকে বলেন, ‘অফিস শেষে বাড়ি ফেরার পথে উত্তরার কুশল সেন্টারের সামনে গলার চেইন টান দিয়ে দৌড় দেয় ছিনতাইকারী সবুজ। তখন চিৎকার করলে আশপাশের লোকেরা সবুজের পিছু নেয়। এ সময় সেখানে ভিক্ষা করছিলেন বাবর মিয়া। সবুজকে পালাতে দেখে তিনি পথরোধ করেন এবং হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করে ফেলে দেন, এরপর জাপটে ধরেন। পরে আশপাশের লোকজন ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ করে।’

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজকের পত্রিকাকে বলেন, ‘তরুণীর গলার চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ষাটোর্ধ্ব এক ভিক্ষুক ওই ছিনতাইকারীকে ধরে ফেলেন। পরে তাকে আশপাশের লোকজন ধরে ফেলে পুলিশে সোপর্দ করেন। তখন পুলিশের ভয়ে ছিনতাইকারী সবুজ গলার চেইনটি গিলে খেয়ে ফেলে। অতঃপর বমি করিয়ে তার পেটের ভেতর থেকে চেইনটি বের করে উদ্ধার করা হয়।’

এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেছেন বলেও জানান ওসি মহসীন।

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন