রাজধানীর উত্তরায় তরুণীর চেইন ছিনিয়ে পালিয়ে যাওয়ার সময় বৃদ্ধ ভিক্ষুকের সাহসিকতায় এক ছিনতাইকারী গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। গ্রেপ্তার ছিনতাইকারীর নাম সবুজ (৩৬)। উত্তরা ৩ নম্বর সেক্টরের কুশল সেন্টারের সামনে আজ মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, গ্রেপ্তার ছিনতাইকারী সবুজ পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার সিদ্দিকুর রহমানের ছেলে। অপরদিকে ষাটোর্ধ্ব ওই বৃদ্ধ ভিক্ষুক হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনরগর উপজেলার তনু শেখের ছেলে বাবর মিয়া।
ছিনতাইকারীর কবলে পড়া ওই তরুণী আঁখি মনি সিভা আজকের পত্রিকাকে বলেন, ‘অফিস শেষে বাড়ি ফেরার পথে উত্তরার কুশল সেন্টারের সামনে গলার চেইন টান দিয়ে দৌড় দেয় ছিনতাইকারী সবুজ। তখন চিৎকার করলে আশপাশের লোকেরা সবুজের পিছু নেয়। এ সময় সেখানে ভিক্ষা করছিলেন বাবর মিয়া। সবুজকে পালাতে দেখে তিনি পথরোধ করেন এবং হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করে ফেলে দেন, এরপর জাপটে ধরেন। পরে আশপাশের লোকজন ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ করে।’
এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেছেন বলেও জানান ওসি মহসীন।