হোম > অপরাধ > ঢাকা

সাভারে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারে এক অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা ১২টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর কৃষিবিদ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, রিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে তাঁকে কুপিয়েছে দুষ্কৃতকারীরা।

মৃতের নাম শাহজাহান (২৪)। তিনি গাইবান্ধা জেলার সদর থানার কোনাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সাভার পৌর এলাকার রাজাশন মহল্লায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানায়, রাতে যাত্রীবেশে শাহজাহানের অটোরিকশায় উঠে হত্যাকারীরা। পরে বিরুলিয়ার কালিয়াকৈর এলাকার ঈদগাহ মাঠের পশ্চিম পাশে রাস্তার ধারে রিকশা ছিনিয়ে নিতে চায় তারা। এ সময় শাহজাহানের গলা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত করে। তবে সে সময় অপরাধীরা রিকশা নিয়ে পালিয়ে যেতে পারেনি। পরে সকালে স্থানীয়রা শাহজাহানের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাজীব শিকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে গভীর ক্ষতের একাধিক চিহ্ন রয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে নিহতের মরদেহের পাশেই অটোরিকশাটি পাওয়া গেছে। হত্যার মূল কারণ বের করতে তদন্ত করা হচ্ছে।

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার