হোম > অপরাধ > ঢাকা

সাভারে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারে এক অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা ১২টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর কৃষিবিদ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, রিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে তাঁকে কুপিয়েছে দুষ্কৃতকারীরা।

মৃতের নাম শাহজাহান (২৪)। তিনি গাইবান্ধা জেলার সদর থানার কোনাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সাভার পৌর এলাকার রাজাশন মহল্লায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানায়, রাতে যাত্রীবেশে শাহজাহানের অটোরিকশায় উঠে হত্যাকারীরা। পরে বিরুলিয়ার কালিয়াকৈর এলাকার ঈদগাহ মাঠের পশ্চিম পাশে রাস্তার ধারে রিকশা ছিনিয়ে নিতে চায় তারা। এ সময় শাহজাহানের গলা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত করে। তবে সে সময় অপরাধীরা রিকশা নিয়ে পালিয়ে যেতে পারেনি। পরে সকালে স্থানীয়রা শাহজাহানের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাজীব শিকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে গভীর ক্ষতের একাধিক চিহ্ন রয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে নিহতের মরদেহের পাশেই অটোরিকশাটি পাওয়া গেছে। হত্যার মূল কারণ বের করতে তদন্ত করা হচ্ছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন