হোম > অপরাধ > ঢাকা

সাভারে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারে এক অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা ১২টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর কৃষিবিদ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, রিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে তাঁকে কুপিয়েছে দুষ্কৃতকারীরা।

মৃতের নাম শাহজাহান (২৪)। তিনি গাইবান্ধা জেলার সদর থানার কোনাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সাভার পৌর এলাকার রাজাশন মহল্লায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানায়, রাতে যাত্রীবেশে শাহজাহানের অটোরিকশায় উঠে হত্যাকারীরা। পরে বিরুলিয়ার কালিয়াকৈর এলাকার ঈদগাহ মাঠের পশ্চিম পাশে রাস্তার ধারে রিকশা ছিনিয়ে নিতে চায় তারা। এ সময় শাহজাহানের গলা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত করে। তবে সে সময় অপরাধীরা রিকশা নিয়ে পালিয়ে যেতে পারেনি। পরে সকালে স্থানীয়রা শাহজাহানের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাজীব শিকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে গভীর ক্ষতের একাধিক চিহ্ন রয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে নিহতের মরদেহের পাশেই অটোরিকশাটি পাওয়া গেছে। হত্যার মূল কারণ বের করতে তদন্ত করা হচ্ছে।

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, মিরপুরে দোকানি আহত

টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই, আহত ২