হোম > অপরাধ > ঢাকা

ছাগলের পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষ, বিচার চাইতে থানায় মালিক

সাভার (ঢাকা) প্রতিনিধি

আহত ছাগল নিয়ে থানার মূল ফটকে অপেক্ষা করছেন সিদ্দিকুর রহমান। তাঁর ছাগলের পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ। অবলা প্রাণির পা ভেঙে দেওয়ার বিচার চাইতে থানায় হাজির হয়েছেন তিনি। 

আজ রোববার রাত ১০টায় আশুলিয়া থানায় সরেজমিনে এ চিত্র দেখা যায়। এরই মধ্যে ছাগল মালিক সিদ্দিকুর রহমান দুজনকে অভিযুক্ত করে থানায় সাধারন ডায়েরি করেন। অভিযুক্তরা হলেন-আশুলিয়ার চাকলগ্রামের মাজেম মিয়ার ছেলে আব্দুর রহিম (৫০) ও অপরজন একই গ্রামের নজরুল (৫৫)। 

জানা গেছে, ভুক্তভোগী ছাগল মালিক সিদ্দিকুর রহমান পেশায় মোবাইল টেকনিশয়ান। থাকেন আশুলিয়া পাথালিয়া ইউনিয়নের সক্রান গ্রামে। 

সিদ্দিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আমি চারটি ছাগল পালন করি। ছাগলদের গোসল করিয়ে বাড়ির পাশে সড়কে রোদে রেখেছিলাম। কিছুক্ষণ পর এসে দেখি পার্শবর্তী আব্দুর রহিম আমার ছাগলকে মারধর করছে। আমাকে দেখেই পালিয়ে যায় সে। কাছে গিয়ে দেখি আমার ছাগলের একটি পা ভেঙে গেছে। মারধরের কারণে বাকি ছাগলগুলোরও পেট ফুলে গিয়েছে। 

সিদ্দিকুর রহমান দাবি করেন, স্থানীয় নজরুলের নির্দেশে আব্দুর রহিম এই কাজ করেছে। তাদের ক্ষেতে যেতে পারে বলে এর আগে তারা ছাগল পালন করতে মানা করেছে। কিন্তু কখনোই ছাগল তাদের ক্ষেত খামারে যায়নি। 

অভিযুক্ত আব্দুর রহিম ঘটনাস্থলের পার্শবর্তী জমিতে চাষাবাদ করেন বলে জানা যায়। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। 

সিদ্দিকুর রহমানের ভাই হারুনর রশিদ পেশায় চা দোকানী। ছাগল নিয়ে আশুলিয়া থানার ফটকে বসে ছিলেন তিনিও। আক্ষেপ করে তিনি বলেন, ‘আমরা এই এলাকায় জমি কিনে বাড়ি করেছি দেখে এলাকার স্থানীয়রা আমাদের তুচ্ছ তাচ্ছিল্য করে। আমাদের ছাগল কখনই পাশের ক্ষেতে যায়নি। তবুও আমরা ছাগল পালন করি দেখে আমাদের হুমকি ধামকি দেয় আব্দুর রহিম।’ 

হারুনর রশিদ আরও বলেন, ‘গত ৬ মাস আগে তোতামুখী জাতের এই ছাগলটিকে ১২ হাজার টাকায় কিনেছিলাম। এখন ছাগলটি যদি মারা যায় তাহলে কী করব। আমরা গরীব মানুষ।’ 

এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রহিম ও নজরুলের সাথে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। 

আশুলিয়া থানার এসআই আবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ইতোমধ্যে ঘটনাটি জেনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গুরুত্ব সহকারেই বিষয়টি দেখা হবে। 

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা